Threada Account: থ্রেডস, নতুন অ্যাপে কী সমস্যা?
Threads App: মেটা নিয়ে এসেছে টুইটারকে টক্কর দিতে এক নতুন মাইক্রোব্লগিং সাইট থ্রেডস। প্রথম ২ ঘণ্টায় ২০ লক্ষ ইউজার পায় থ্রেডস। ৪ ঘণ্টায় ৫০ লক্ষ ইউজার এই মাইক্রোব্লগিং সাইটে।
মেটা নিয়ে এসেছে টুইটারকে টক্কর দিতে এক নতুন মাইক্রোব্লগিং সাইট থ্রেডস। প্রথম ২ ঘণ্টায় ২০ লক্ষ ইউজার পায় থ্রেডস। ৪ ঘণ্টায় ৫০ লক্ষ ইউজার এই মাইক্রোব্লগিং সাইটে। ১ দিনে ১ কোটির বেশি ডাউনলোড হয় থ্রেডস। থ্রেডসের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী জুকারবার্গ। তবে বেশ কিছু সমস্যাও আছে এতে। জটিলতা আছে থ্রেডসের অ্যাকাউন্ট ডিলিট করায়। থ্রেডস ইন্সটাগ্রামের সঙ্গে লিংকড। অনেকে ভাবছেন থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও মুছে যাবে। আদতে তা নয়। মেটার প্রাইভেসি পলিসিতে থ্রেডস ইনস্টার কী কী তথ্য কাজে লাগায়? লগইন, অ্যাকাউন্ট আইডি, প্রোফাইল নেম, ইউজার নেম সহ যাবতীয় তথ্য। প্রোফাইল ছবি, ফলোয়ার, বায়ো, লিঙ্ক। তাছাড়া অ্যাকাউন্ট স্ট্যাটাসও মুছে যাবে। এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশনের আওতায়। আর তাই থ্রেডসে অ্যাকাউন্ট করার বিষয়ে অনেকেই ধন্দে। থ্রেডসের প্রোফাইলে গিয়ে ডিঅ্যাক্টিভেট করা যায় অ্যাকাউন্ট।