Mini Refrigerator: ফোনের চার্জারেই চলবে ফ্রিজ

বাজারে এসেছে মিনি ফ্রিজ। মোবাইল ফোনের ইউএসবি চার্জারে চলে এই ফ্রিজ। এই ফ্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। এই রেফ্রিজারেটর জিনিসপত্র ঠাণ্ডা করার সঙ্গে সঙ্গে গরমও করতে পারে। ওয়ার্মার এবং রেফ্রিজারেটর একই সঙ্গে। ৮ থেকে ৯ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। ৪০ থেকে ৬৫ ডিগ্রি গরম দেয় এই ফ্রিজ।

Mini Refrigerator: ফোনের চার্জারেই চলবে ফ্রিজ
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 3:55 PM

বাজারে এসেছে মিনি ফ্রিজ। মোবাইল ফোনের ইউএসবি চার্জারে চলে এই ফ্রিজ। এই ফ্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। এই রেফ্রিজারেটর জিনিসপত্র ঠাণ্ডা করার সঙ্গে সঙ্গে গরমও করতে পারে। ওয়ার্মার এবং রেফ্রিজারেটর একই সঙ্গে। ৮ থেকে ৯ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। ৪০ থেকে ৬৫ ডিগ্রি গরম দেয় এই ফ্রিজ। এই যন্ত্রটির তাপমাত্রা ম্যাটর ৫ মিনিটে বাড়ে বা কমে ৮.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। এই ফ্রিজ উচ্চতায় সাড়ে উনিশ সেন্টিমিটার। দৈর্ঘ্যে ও প্রস্থে ৯ সেমি ও ৮ সেমি। ফ্রিজটির ভিতর জায়গা ৭৮৪ ঘন সেমি। ফ্রিজটি তৈরি করেছে ফ্ল্যাবিশ। ফ্রিজটি সূর্যের রোদ থেকে বাঁচিয়ে রাখতে হয়। যখন ব্যবহার করবেন না তখন এটি বন্ধ রাখুন। শুকনো জায়গায় ফ্রিজটি রাখতে হয়। ভিজে হাতে স্পর্শ না করাই ভাল। এটি অনলাইনে বিক্রি করে অ্যামাজন।

Follow Us: