TATA Nexon Facelift: স্টিয়ারিংয়ে ডিসপ্লে দেশে প্রথম বার

TATA Nexon Facelift: স্টিয়ারিংয়ে ডিসপ্লে দেশে প্রথম বার

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 09, 2023 | 3:35 PM

২০২৩এর শেষে ভারতের বাজারে আসছে টাটা নেক্সন ফেসলিফ্ট। এই গাড়িতে থাকছে একটি বিশেষ ফিচার যা এ পর্যন্ত কোনও ভারতীয় গাড়িতে নেই। গাড়িটির স্টিয়ারিংয়ে থাকবে ডিজিটাল ডিসপ্লে। এবছর মার্চে প্রথম জানা যায় টাটার এই গাড়িটির সম্বন্ধে।

২০২৩এর শেষে ভারতের বাজারে আসছে টাটা নেক্সন ফেসলিফ্ট। এই গাড়িতে থাকছে একটি বিশেষ ফিচার যা এ পর্যন্ত কোনও ভারতীয় গাড়িতে নেই। গাড়িটির স্টিয়ারিংয়ে থাকবে ডিজিটাল ডিসপ্লে। এবছর মার্চে প্রথম জানা যায় টাটার এই গাড়িটির সম্বন্ধে। স্টিয়ারিং হুইলের দুপ্রান্তে ব্যাকলিট কন্ট্রোল প্যানেল। আছে বেস কিছু অপারেশানাল বটন। স্টিয়ারিং হুইলের মাঝে একটি রেকট্যাঙ্গেল স্ক্রিন। আরও বেশকিছু তথ্য দেখাবে চালককে এই স্ক্রিন। স্লিক ডিজাইনের স্টিয়ারিং হুইলের ডিজিটাল ডিসপ্লে এখন ভাইরাল। চর্চার বিষয় এই স্টিয়ারিং হুইল। হুইলের ভিতরে গলও করবে টাটার লোগো। গাড়িটি বেশ কটি আকর্ষণীয় রঙে আসবে বলে মনে করা হচ্ছে। এই এসইউভিতে হর্ন অ্যাকচুয়েশনের জন্য বেশ কিছু ডিজাইনের বদল করা হয়েছে। তবে গাড়িটির ইন্টেরিয়রের সঙ্গে মিল রেখেই করা হবে স্টিয়ারিং। একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে গাড়িটির দাম ৭.৮ লক্ষ টাকা। কিয়া, হুন্ডাই, মারুতি, মাহিন্দ্রা এবং নিশানের সঙ্গে টক্কর দেবে এই গাড়ি। এমনই ভাবছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা।