UP Alcohol Consumption: যোগীরাজ্যে দিনে ১১৫ কোটির মদ্যপান
যোগীরাজ্যে রেকর্ড সুরাপান। দিনে ১০ কোটিরও বেশি মদ বিক্রি উত্তর প্রদেশের বহু জেলাতে। সারা রাজ্য জুড়ে গড়ে দৈনিক ১১৫ কোটি টাকার বিয়ার ও মদ পান করেছে উত্তর প্রদেশবাসী
যোগীরাজ্যে রেকর্ড সুরাপান। দিনে ১০ কোটিরও বেশি মদ বিক্রি উত্তর প্রদেশের বহু জেলাতে। সারা রাজ্য জুড়ে গড়ে দৈনিক ১১৫ কোটি টাকার বিয়ার ও মদ পান করেছে উত্তর প্রদেশবাসী । সারা বছরে ৪০ কোটি কেস মদ বিক্রি হয়েছে এই রাজ্যে । বেড়েছে প্রিমিয়াম ব্র্যান্ডের মদের বিক্র । দুবছর আগে উত্তর প্রদেশে মদের বিক্রি ছিল দৈনিক ৮৫ কোটি টাকা । বেশ কিছু জেলায় দৈনিক ১২ থেকে ১৫ কোটি টাকার মদ বিক্রি হয় । সবচেয়ে এগিয়ে নয়ডা ও গাজিয়াবাদ । এই দুই জেলায় দৈনিক গড়ে ১৩ থেকে ১৪ কোটি টাকার মদ বিক্রি হয়। আবগারি দফতরের হিসাবে আগ্রায় মদ বিক্রির পরিমাণ দৈনিক ১২ থেকে ১৩ কোটি টাকার । গত ৩ থেকে ৪ বছরে উত্তর প্রদেশে মদ বিক্রির হার বেড়েছে। বিয়ার, রাম, হুইস্কি, ব্র্যান্ডি, জিন, ভদকা সবেরই সেল বেড়েছে । কেন এত মদ্যপান? সুরাপ্রেমীদের ৪০ থেকে ৫০% আদিবাসী। মদের সামাজিক গ্রহণযোগ্যতা বেড়েছে । বেড়েছে জনগণের গড় আয়ও ।