LinkedIn Layoffs: জয়েনিং এর আগেই ছাঁটাই লিঙ্কড ইনে
দুনিয়া জুড়ে তাদের কর্মীদের ৩.৫% ছাঁটাই করছে লিঙ্কড ইন। অন্যদের চাকরি পেতে সাহায্য করে যে সংস্থা তাদের এরকম সিদ্ধান্তে হতবাক সবাই। আসলে বিশ্বজোড়া আর্থিক মন্দার প্রভাবে এই সিদ্ধান্ত মত ওয়াকিবহাল মহলের।
দুনিয়া জুড়ে তাদের কর্মীদের ৩.৫% ছাঁটাই করছে লিঙ্কড ইন। অন্যদের চাকরি পেতে সাহায্য করে যে সংস্থা তাদের এরকম সিদ্ধান্তে হতবাক সবাই । আসলে বিশ্বজোড়া আর্থিক মন্দার প্রভাবে এই সিদ্ধান্ত মত ওয়াকিবহাল মহলের । দুনিয়া জুড়ে কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে লিঙ্কড ইন । গ্লোবাল বিজনেস অর্গানাইজেশনের মাধ্যমে কর্মী সংকোচন করবে লিঙ্কড ইন । কাজে যোগ দেবার আগেই অনেককে ছাঁটাইয়ের চিঠিও দেওয়া হয়েছে । আয়ারল্যান্ডে লিঙ্কড ইনের ইন্টার্ন ছিলেন লিয়া শুমাখার। ২০২২ এ তাঁকে চাকরির অফার লেটার দেয় লিঙ্কড ইন । কিন্তু লিয়া শুমাখারকে জয়েনিং লেটার বা কাজে যোগ দেবার তারিখ জানায়নি সংস্থাটি । তারপর একটি মেল করে লিয়াকে জানানো হয় তাঁর অফার লেটার বাতিল করা হচ্ছে । ঘটনায় হতবাক লিয়া শুমাখার। সোশাল মিডিয়ায় তিনি ক্ষোভ উগরে দিয়েছেন । এই চাকরির জন্য লিয়া স্নাতকোত্তর পড়ার সুযোগও ছেড়েছেন ।