Mustard Oil Price Down: এখানে খুব কম দামে পাওয়া যাচ্ছে সরষের তেল

Mustard Oil Price Down: এখানে খুব কম দামে পাওয়া যাচ্ছে সরষের তেল

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 08, 2023 | 7:43 PM

এবার অনেকটা স্বস্তি পাবে আমজনতা। এক রাজ্য সরষের তেলের দাম কমিয়েছে ৩৭ টাকা প্রতি লিটারে। হিমাচল প্রদেশে সরষের তেল কিনতে খরচ করতে হবে মাত্র ১১০ টাকা। রেশনের দোকান থেকে এই তেল পাওয়া যাবে ৩৭ টাকা কমে। দারিদ্র সীমার নীচে যারা থাকবে সরষের তেল কম দামে দেওয়া হবে

সরষের তেলের দাম অনেকটাই বেশি। এখন সরষের তেলের দাম ১৫০ টাকা থেকে শুরু। এবার অনেকটা স্বস্তি পাবে আমজনতা। এক রাজ্য সরষের তেলের দাম কমিয়েছে ৩৭ টাকা প্রতি লিটারে। হিমাচল প্রদেশে সরষের তেল কিনতে খরচ করতে হবে মাত্র ১১০ টাকা। রেশনের দোকান থেকে এই তেল পাওয়া যাবে ৩৭ টাকা কমে। দারিদ্র সীমার নীচে যারা থাকবে সরষের তেল কম দামে দেওয়া হবে। দারিদ্র সীমার উপরে যারা থাকবে তাদের জন্য ১৪৭ টাকা দাম ছিল। কিন্তু এবার সমাজের সবাইকে দেওয়া হবে এই সুবিধা। হিমাচলে রেশন কার্ড কার্ডধারীর সংখ্যা ১৯,৭৪,৭৯০। গত ২ মাসে সারা দেশে ভোজ্যতেলের দাম কমেছে প্রায় ২০০ ডলার। আরও কমতে পারে খুচরো তেলের দাম। তেলের দাম কমতে দেখা গেছে আন্তর্জাতিক বাজারে। কেন্দ্র সরকার আমদানি শুল্কের ওপরে ছাড়ও দিয়েছে।