My Home Group: মাই হোম গ্রুপের মুকুটে নয়া পালক

My Home Group: মাই হোম গ্রুপের মুকুটে নয়া পালক

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 22, 2023 | 10:54 PM

ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ় অব লর্ডসে বিশেষ পুরস্কার জিতল মাই হোম গ্রুপ। মাই হোম গ্রুপের চেয়ারম্য়ান ড. জুপল্লি রামেশ্বর রাও-কেও শুক্রবার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। নিরাপত্তা ও সুরক্ষার দিক থেকে বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে ধরা হয় গ্লোবাল সেফটি সামিটের পুরস্কারকে। My Home Group যে স্বাস্থ্য ও সুরক্ষার দিকে কতটা গুরুত্ব দেয়, তার প্রমাণ এই স্বীকৃতি।

২১ জুলাই লন্ডনে ব্রিটেনের পার্লামেন্টে গ্লোবাল সেফটি সামিট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস অ্যান্ড কনফারেনসে My Home Group জিতে নিয়েছে সেফটি অ্য়াওয়ার্ড, ২০২৩। মাই হোম গ্রুপের চেয়ারম্য়ান ড. জুপল্লি রামেশ্বর রাও-কেও শুক্রবার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়।

ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ় অব লর্ডসে বিশেষ পুরস্কার জিতল মাই হোম গ্রুপ। নিরাপত্তা ও সুরক্ষার দিক থেকে বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে ধরা হয় গ্লোবাল সেফটি সামিটের পুরস্কারকে। My Home Group যে স্বাস্থ্য ও সুরক্ষার দিকে কতটা গুরুত্ব দেয়, তার প্রমাণ এই স্বীকৃতি।

সংস্থার চেয়ারম্যানের তরফে গতকাল পুরস্কার গ্রহণ করেন সংস্থার এমডি শ্যাম রাও, সিনিয়র প্রেসিডেন্ট (প্রোজেক্টস) রবি সাই ও হেড (HSE) ড ভাস্কর রাজু। মাই হোম গ্রুপের চেয়ারম্যান জুপল্লি রামেশ্বর রাওকে গ্লোবাল সাসটেইনেবিলিটি ইন্টারন্যাশনাল লিডারেরও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি মাই হোম কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ৯টি প্রোজেক্টই বেস্ট সেফটি হেল্থ অ্যান্ড এনভিরনমেন্ট ক্যাটেগরিতে আন্তর্জাতিক পুরস্কৃত ।

প্রতি বছর এই গ্লোবাল সেফটি সামিট আয়োজন করা হয়। উদ্যোক্তা ফায়ার অ্যান্ড সেফটি ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০০৯ সালে তৈরি হয়েছিল এই সংগঠনটি। মার্কিন মুলুকের আমেরিকান ন্যাশনাল স্ট্য়ান্ডার্ড ইনস্টিটিউটের মানদণ্ড অনুযায়ী কোনও সংস্থাকে স্বীকৃতি দেওয়ার গাইডলাইন তৈরি করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্প প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য ও সুরক্ষাবিধির জন্য স্বীকৃতি দিয়ে থাকে এই সংগঠন।