NASA’s TEMPO: দূষণ নিয়ন্ত্রণের জন্য বড় সিদ্ধান্ত NASA-র

NASA’s TEMPO: দূষণ নিয়ন্ত্রণের জন্য বড় সিদ্ধান্ত NASA-র

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 11, 2023 | 3:30 PM

NASA একটি যন্ত্র তৈরি করেছে, যা বিজ্ঞানীদের মহাকাশ থেকে বায়ুর গুণমান সম্পর্কে সমস্ত তথ্য দেবে।

TEMPO, পুরো নাম ট্রপোস্ফেরিক এমিশন মনিটরিং অফ পলিউশন ইন্সট্রুমেন্ট। কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হল। নাসার এই যন্ত্র মহাকাশ থেকে বায়ুর গুণমান সম্পর্কে সমস্ত তথ্য দেবে। TEMPO হল প্রথম মহাকাশ-ভিত্তিক যন্ত্র যা প্রতি ঘন্টায় ৪ বর্গমাইল বায়ু দূষণকারী জায়গা নিরীক্ষণ করবে। TEMPO উত্তর আমেরিকার প্রতি ঘণ্টায় বাতাসের গুণমানের রিপোর্ট দেবে। এটি তিনটি প্রধান দূষকের ওপর নজর রাখবে ও শহরের ক্রমবর্ধমান দূষণ সম্পর্কে সতর্কতা দেবে। টেম্পোর প্রধান কাজ হবে তিনটি প্রধান দূষকের তথ্য জোগাড় করা। নাইট্রোজেন ডাই অক্সাইড, ফর্মালডিহাইড ও ওজোনের পরিমান মাপবে TEMPO । বিষাক্ত গ্যাস নাইট্রোজেন ডাই অক্সাইড জ্বালানী পোড়ানোয় নির্গত হয়। এতে মানুষের শ্বাসকষ্ট ও হাঁপানিও হয়। পেইন্ট, আঠা এবং পেট্রলের উপজাত ফর্মালডিহাইড । এতে চোখের সমস্যা ও ক্যান্সারের সমস্যা হয়। বাতাসে ওজোনের পরিমাণ বেড়ে গেলে সূর্যের অতিবেগুনি রশ্মি হুহু করে প্রবেশ করবে বায়ু মণ্ডলে বাড়বে উষ্ণতা। TEMPO কীভাবে এই কাজ করবে? এতে এমন কোন ধরনের বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে? NASA-র তথ্য বলছে টেম্পোতে বিশেষ যন্ত্র বসানো হয়েছে। দিনের বেলায় প্রতি ঘণ্টায় উত্তর আমেরিকার ওপর দিয়ে যাবে। এটি প্রতি 10 বর্গকিমি এলাকার বায়ু দূষণের মাত্রা রেকর্ড করবে। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর ও মধ্য কানাডা থেকে মেক্সিকো সিটি পর্যন্ত যাতায়াত করবে TEMPO । বল অ্যারোস্পেসে তৈরি TEMPO দেখতে অনেকটা বড় ওয়াশিং মেশিনের মতো। দূষণের পাশাপাশি রোগের দিকে নজর রাখতেই কী নাসার এই পদক্ষেপ? টেম্পো বিজ্ঞানী ব্যারি লেফার বলছেন,’এর মাধ্যমে প্রতি ঘণ্টায় উঃ আমেরিকার দূষণের মাত্রা জানা যাবে। বায়ু দুষণে নজর রাখা ছাড়াও, কতটা দূষণে কী কী রোগ ছড়ায়, দীর্ঘস্থায়ী রোগের ধরন কেমন এসবও জানা যাবে’।