Fast Charge: ৫ মিনিটে ফুলচার্জ হয় কোন ফোনে?
Oppo একটি নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। শীঘ্রই 300W SuperVooc ফাস্ট চার্জার লঞ্চ করছে । এই চার্জারটি বাজারে দ্রুততম স্মার্টফোন চার্জার হিসাবে Redmi 300W চার্জারকে টেক্কা দেবে।
Oppo একটি নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। শীঘ্রই 300W SuperVooc ফাস্ট চার্জার লঞ্চ করছে । এই চার্জারটি বাজারে দ্রুততম স্মার্টফোন চার্জার হিসাবে Redmi 300W চার্জারকে টেক্কা দেবে। সম্প্রতি Infinix তার 260W অল-রাউন্ড ফাস্টচার্জ চার্জারও লঞ্চ করেছে। এটি এক মিনিটে ০ থেকে ২৫ পর্যন্ত ফোন চার্জ করে । Oppo একটি 4,450mAh ব্যাটারির সঙ্গে একটি 300W SuperVooc ফাস্ট চার্জিং সিস্টেমে কাজ করছে।
এক বছরের মধ্যে চার্জারটি চালু হবে বলে আশা । Redmi সম্প্রতি 300W চার্জার লঞ্চ করেছে। এই চার্জারটি ৫মিনিটে স্মার্টফোনটিকে সম্পূর্ণ চার্জ করে। এতে 4,100mAh ব্যাটারি ৪৩ সেকেন্ডে ১০% , ২মিনিট ১৩সেকেন্ডে ৫০% ও ৫মিনিটে ১০০% চার্জ করবে । এটি কোনও নতুন প্রযুক্তি নয়, কিন্তু Redmi Note 12 Pro+ ফোনে একটি পরিবর্তন করা হয়েছে। Redmi Note 12 Discovery Edition, যা শুধুমাত্র চিনে পাওয়া যায়, এখনও পর্যন্ত Xiaomi-এর দ্রুততম চার্জিং স্মার্টফোন। এটি 210W চার্জিংয়ে প্রায় ১০মিনিটে ফুল চার্জ করে । সম্প্রতি Infinix একটি 260W অল-রাউন্ড ফাস্টচার্জ চার্জিং সিস্টেমও চালু করেছে। Infinix GT 10 Pro শীঘ্রই নতুন 260W চার্জিং সিস্টেম লঞ্চ হবে। এই স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি প্যাক।