Dakshin 24 Pargana Murder Case: কটুক্তি, বচসা, খুন
কটুক্তি করা নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিহত দাইহান গাজী (৩৫)। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার বাঁকিপুর এলাকায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় দাইহানকে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
কটুক্তি করা নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিহত দাইহান গাজী (৩৫)। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার বাঁকিপুর এলাকায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় দাইহানকে মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, এদিন রাতে প্রতিবেশী নুরুদ্দিন গাজীকে কটুক্তি করা নিয়ে কথা কাটাকাটি থেকে আচমকা মারপিট শুরু হয়। তখনই দাইহানকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত নুরুদ্দিন গাজী ও তার পরিবারের লোকজনেরা পলাতক।
Latest Videos