Neurological Disorders: বিরল স্নায়ুর রোগ বাড়ছে এই দেশে
দক্ষিণ আমেরিকার পেরুতে হঠাৎ করে অসুস্থ অনেক দেশবাসী। গুলিয়ান-ব্যারে সংক্রমণে পক্ষাঘাতের সমস্যা দেখা গিয়েছে। চিকিৎসকদের দাবি, এটি একটি বিরল স্নায়ুর রোগ। এই রোগে আছে অনেক উপসর্গ। এই রোগের জন্য পেশি দুর্বল হয়ে যায়। হাত ও পায়ে ব্যথা বাড়ে। হাঁটুতে ব্যথা হয়। এই রোগ শরীরে ছড়িয়ে যায়।
দক্ষিণ আমেরিকার পেরুতে হঠাৎ করে অসুস্থ অনেক দেশবাসী। গুলিয়ান-ব্যারে সংক্রমণে পক্ষাঘাতের সমস্যা দেখা গিয়েছে।
চিকিৎসকদের দাবি, এটি একটি বিরল স্নায়ুর রোগ। এই রোগে আছে অনেক উপসর্গ। এই রোগের জন্য পেশি দুর্বল হয়ে যায়। হাত ও পায়ে ব্যথা বাড়ে। হাঁটুতে ব্যথা হয়। এই রোগ শরীরে ছড়িয়ে যায়। কিন্তু কেন পেরুর মানুষেরা এই রোগে আক্রান্ত ? এখনও জানা যায়নি এই রোগের কারণ। গবেষকদের মতে,ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়ার জন্য এই রোগ হচ্ছে। বেশিভাগ প্রাপ্তবয়স্ক পুরুষরা এই রোগে আক্রান্ত হচ্ছেন। মহিলারাও এই রোগের শিকার হতে পাড়েন এমনটাই আশঙ্কা। বিজ্ঞানীরা জানান, এই রোগ থেকে মুক্তি পেতে দরকার ভ্যাকসিন। তবে এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা,কোভিডের থেকেও বেশি বলে দাবি বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের দাবি, দ্রুত ভ্যাকসিন তৈরি করা না হলে, সমস্যা আরও বাড়তে পারে। ইলেক্ট্রোমাইগ্রাফি পদ্ধতিতে সংক্রমিত ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে।