Train Ticket Booking: টিকিট বুকিং এবার আরও সহজ
অনেকেই ট্রেনের টিকিট বুক করতে ভরসা করেন অনলাইন বা অফলাইন। কিন্তু অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। এবার 'ট্রেনম্যান' অ্যাপে খুব সহজেই টিকিট বুক করতে পারবেন। এই অ্যাপটি আইআরসিটিসি স্বীকৃত। টিকিট বুকিংয়ের জন্য 'ট্রেনম্যান' অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইলে।
অনেকেই ট্রেনের টিকিট বুক করতে ভরসা করেন অনলাইন বা অফলাইন। কিন্তু অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। এবার ‘ট্রেনম্যান’ অ্যাপে খুব সহজেই টিকিট বুক করতে পারবেন। এই অ্যাপটি আইআরসিটিসি স্বীকৃত। টিকিট বুকিংয়ের জন্য ‘ট্রেনম্যান’ অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইলে। তারপর এই অ্যাপে দিতে হবে ইউজার নেম ও পাসওয়ার্ড।ট্রেনের নাম, গন্তব্য সহ একাধিক তথ্য দিতে হবে। তারপর পেমেন্ট করতে হবে । এরপর দিতে হবে আইআরসিটিসির ইউজার নেম ও পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলেই বুকিং হবে ট্রেনের টিকিট। ফোনে কনফার্মেশন মেসেজ চলে আসবে। কনফার্ম টিকিট দেখতে ক্লিক করতে হবে ‘মাই ট্রিপ’ অপশনে। এই অ্যাপের মাধ্যমে একসঙ্গে ৬ জনের টিকিট বুকিং করা যাবে।তৎকাল টিকিট সব থেকে বেশি জনের জন্য বুক করা যাবে। ট্রেনম্যান অ্যাপের মাধ্যমে দেখা যাবে কতগুলি বার্থ ফাঁকা আছে। সেই মত আপনি টিকিট বুক করতে পারবেন। ট্রেনম্যান অ্যাপের সাহায্যে ট্রেনের টিকিট বাতিলও করা যায়।