One Day World Cup 2023: বিশ্বকাপ না খেললেও পাকিস্তানের বিপদ!
একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর থেকে। কিন্তু পাকিস্তান কি এই বিশ্বকাপ খেলতে পারবে? ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসেনি। তবে পাকিস্তান ক্রিকেট দল অবশ্যই ভারতে আসবে। এবারের বিশ্বকাপ পাকিস্তান বয়কট করলে, পিসিবি'র সব ফান্ডিং বন্ধ হয়ে যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা আয় করে,তা ৫০% আইসিসিয়ের থেকে আসে। আইসিসিয়ের ডিস্ট্রিবিউশন প্ল্যান অনুযায়ী,৪ বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া হবে ২৮৫ কোটি টাকা। এই অর্থ না পেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমস্যায় পড়বে।
একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর থেকে। কিন্তু পাকিস্তান কি এই বিশ্বকাপ খেলতে পারবে? পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি একটি মন্তব্য করেছেন। তিনি বলেন,ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে,তাহলে পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। পাকিস্তানের মানুষরা বিরাট কোহলিকে একবার দেখতে চায় তাঁদের দেশের মাটিতে।তাই ভারত সরকারের ভেবে দেখা দরকার এই বিষয়টা। ভারত যদি এশিয়া কাপ শ্রীলঙ্কায় খেললে অপমান করা হবে পাকিস্তানকে। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। পাকিস্তান ক্রিকেট দল অবশ্যই ভারতে আসবে। এবারের বিশ্বকাপ পাকিস্তান বয়কট করলে,পিসিবি’র সব ফান্ডিং বন্ধ হয়ে যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা আয় করে,তা ৫০% আইসিসিয়ের থেকে আসে। আইসিসিয়ের ডিস্ট্রিবিউশন প্ল্যান অনুযায়ী,৪ বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া হবে ২৮৫ কোটি টাকা। এই অর্থ না পেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমস্যায় পড়বে। আইসিসি প্রায় ৪,৯৫৭ কোটি টাকা বিতরণ করবে আগামী ৪ বছরে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সব থেকে বেশি টাকা পাবে। আইসিসিয়ের রাজস্ব থেকে প্রায় ১,৯০৮ কোটি টাকা পাবে ভারত।পাকিস্তান এই বিশ্বকাপ না খেললে, নির্বাসনেও হতে পারে। যদি নির্বাসন করা হয়, তাহলে আইসিসিয়ের কোনও টুর্নামেন্টেই খেলতে পারবে না পাকিস্তান। ১৫ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পাকিস্তান এখানে খেলতে চাইনি। আইসিসি তাদের দাবি মানেনি।