Waterproof Smart Phone: ফোনে জল লাগলেও ভয় নেই
স্মার্টফোন কেনার সময় অনেকেই দেখেন ফোনটি ওয়াটারপ্রুফ কি না। বৃষ্টিতে অনেক সময় ফোন ভিজে গিয়ে খারাপ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ওয়াটারপ্রুফ স্মার্টফোন কেনেন। সাধারণ স্মার্টফোন, ওয়াটারপ্রুফ স্মার্টফোনের থেকে একটু আলাদা।
স্মার্টফোন কেনার সময় অনেকেই দেখেন ফোনটি ওয়াটারপ্রুফ কি না। বৃষ্টিতে অনেক সময় ফোন ভিজে গিয়ে খারাপ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ওয়াটারপ্রুফ স্মার্টফোন কেনেন। সাধারণ স্মার্টফোন, ওয়াটারপ্রুফ স্মার্টফোনের থেকে একটু আলাদা। ওয়াটারপ্রুফ স্মার্টফোন জলে ডুবে গেলেও, কয়েক ঘণ্টা কাজ করা যায়। কিন্তু কিছুক্ষণ ব্যবহারের পর, ফোন খারাপ হতে পারে। স্মার্টফোনকে ওয়াটারপ্রুফ করতে গেলে খরচ হয় অনেক টাকা। কম দামে যে ফোনগুলি বিক্রি করা হয়,সেগুলি সব সময় ওয়াটারপ্রুফ হয় না। স্প্ল্যাশপ্রুফ স্মার্টফোন কিন্তু ওয়াটারপ্রুফ স্মার্টফোন না। একটু জল পড়লে, সাধারণত ফোন খারাপ হয় না। স্পিলপ্রুফ স্মার্টফোনে জল লাগলে খারাপ হতে পারে। কম দামি স্মার্টফোনগুলিতে সাধারণত স্পিলপ্রুফ ফিচার থাকে।
Latest Videos