Train Ticket Booking: ট্রেনের টিকিট বুকিং করবে আদানির কোম্পানি!

Train Ticket Booking: ট্রেনের টিকিট বুকিং করবে আদানির কোম্পানি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 27, 2023 | 5:50 PM

ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পদক্ষেপ নিচ্ছে আদানি গ্রুপ। IRCTC-র একচেটিয়া ব্যবসা সমস্যায় পড়তে পারে। অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম হল ট্রেনম্যান। সূত্রের খবর, এই সংস্থাটিকে অধিগ্রহণ করবে আদানি ডিজিটাল ল্যাবস প্রাইভেট লিমিটেড।

ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পদক্ষেপ নিচ্ছে আদানি গ্রুপ। IRCTC-র একচেটিয়া ব্যবসা সমস্যায় পড়তে পারে। অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম হল ট্রেনম্যান। সূত্রের খবর, এই সংস্থাটিকে অধিগ্রহণ করবে আদানি ডিজিটাল ল্যাবস প্রাইভেট লিমিটেড। যদি সত্যি করে এই সংস্থাটি ট্রেনের টিকিট বুকিংয়ে আসে, তাহলে চাপে পড়বে আইআরসিটিসি। ব্যবসায় অনেকটাই ক্ষতি হতে পারে IRCTC-র। আদানি গ্রুপ ট্রেনের টিকিট বুকিয়ের জন্য কতটা জোর দেবে,তা এখনও স্পষ্ট না। আদানি এন্টারপ্রাইজেস কয়েক দিন ধরে তহবিল সংগ্রহ করার চেষ্টা করছে। আদানি এন্টারপ্রাইজেস চালু করেছিল এফপিও। কিন্তু একটি কারণে এই কোম্পানি এফপিও বন্ধ করে দেয়। আবার তহবিল সংগ্রহের জন্য বৈঠক ডাকা হয়েছিল। এন্টারপ্রাইজের বোর্ড তহবিল সংগ্রহ করার জন্য ১২৫০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। গত এক মাসে, আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম বেড়েছে ৩২.৫৩%।