Fixed Deposit: মেয়াদপূর্তির আগে এফডি ভাঙতে লাগবে না টাকা!
অনেকেই বিনিয়োগ করেন স্থায়ী আমানতে। এই স্থায়ী আমানতে বিনিয়োগ করতে ভাল রিটার্ন পাওয়া যায়। রিজার্ভ ব্যাঙ্কে বাড়ছে রেপো রেট। এই খাতে বিনিয়োগ করলে ভাল সুদের হার পাওয়া যায়।
অনেকেই বিনিয়োগ করেন স্থায়ী আমানতে। এই স্থায়ী আমানতে বিনিয়োগ করতে ভাল রিটার্ন পাওয়া যায়। রিজার্ভ ব্যাঙ্কে বাড়ছে রেপো রেট। এই খাতে বিনিয়োগ করলে ভাল সুদের হার পাওয়া যায়। এই খাতে বিনিয়োগ করলে কিছু নিয়ম থাকে। স্থায়ী আমানত অনেকে মেয়াদপূর্তির আগে ভেঙে দেন নানা অসুবিধার কারণে। মেয়াদপূর্তির আগে স্থায়ী আমানত ভাঙলে কিছু টাকা কেটে নেওয়া হয়। এই টাকা কেটে নেওয়া নির্ভর করে বিভিন্ন ব্যাঙ্কের ওপর। সাধারণত ০.৫-৩% সুদের হারে টাকা কাটা হয়। এই জরিমানার টাকার পরিমাণে কিছু বদল হয়েছে। ৫ লক্ষ টাকার স্থায়ী আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে, এসবিআই ব্যাঙ্কে জরিমানা দিতে হবে ০.৫০%। জরিমানার পরিমাণ ১% কেটে নেওয়া হবে ৫ লক্ষ টাকার বেশি টাকাতে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্থায়ী আমানত সময়ের আগে ভাঙলে, জরিমানা দিতে হবে ১%। একটি ডিপোজিট স্কিম আনছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ধরনের স্কিমে দিতে হবেনা জরিমানা।