২০২৪ এর মার্চ থেকে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক টোল সংগ্রহে বড়সড় বদল আনতে চলেছে। উঠে যাচ্ছে টোল প্লাজা। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি জানিয়েছেন, টোল প্লাজার পরিবর্তে পরিবহন দফতর জিপিএস চালিত টোল কালেকশন সিস্টেম শুরু করতে চলেছে। ২০২১- ২২ অর্থবর্ষে চালু হয় ফাসট্যাগ। তবুও হাইওয়েতে টোল পেমেন্ট করার জন্য গাড়ির দীর্ঘ লাইন পড়ে। তৈরি হয় যানজট। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক এই প্রতীক্ষার একটি খতিয়ান দিয়েছে। গাড়ির জিপিএস ডিভাইস থেকে রাস্তায় সঠিকভাবে তাদের অবস্থান নির্ধারণ করা যাবে। আধুনিক বেশিরভাগ যানবাহনেই এই প্রযুক্তি আছে, পুরনো গাড়িতে এই জিপিএস ডিভাইস লাগাতে হবে। তা সত্ত্বেও, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি অটোমেটিক নাম্বারপ্লেট রেকগনিশন সিস্টেম ক্যামেরার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। এই ক্যামেরা ব্যবহৃত হলে গাড়িতে জিপিএস ডিভাইসের প্রয়োজন নাও হতে পারে। এই সিস্টেমে চিরাচরিত টোল বুথের মতো, যানবাহন থামানোর বা গতি কমানোর প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবে টোল সংগ্রহ হওয়ায় এতে যানজট কমবে। তা ছাড়াও এতে কোনও গাড়ি যতটুকু রাস্তা যাবে ততটুকুর জন্যই টোল দিতে হবে। মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য উন্নত দেশে এই প্রযুক্তির সুফল মিলেছে হাতেনাতে।