Jamai Sosthi 2023: রবিবার আরও দামী জামাইষষ্ঠী!
Jamai Sosthi 2023: পঞ্জিকা বলছে বৃহস্পতিবার, কিন্তু পাবলিক বলছে রবিবার জামাই ষষ্ঠী। সঞ্চিতা সরকার, গৃহবধূ জানাচ্ছেন রবিবারই সুবিধে। সব সামলে জামাই ষষ্ঠী।
পঞ্জিকা বলছে বৃহস্পতিবার, কিন্তু পাবলিক বলছে রবিবার জামাই ষষ্ঠী। সঞ্চিতা সরকার, গৃহবধূ জানাচ্ছেন রবিবারই সুবিধে। সব সামলে জামাই ষষ্ঠী। মাছওলারা হাক ডাক দিচ্ছেন, শ্বশুরের কামাই খাচ্ছে জামাই, সুতরাং বুঝতেই পারছেন মাছ বিক্রেতার এই হাক ডাকের কারণটা কী। শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। এই কথার আঁচ পড়েছে দামেও। ফলের দোকানে ভিড় সব্জির দোকানে ভিড়। মাংসের দোকানে লাইন। মাছের দোকানে লাইন। এবং রবিবারও ভিড় মিষ্টির দোকানে। থরে থরে সাজানো জামাইষষ্ঠী সন্দেশ। মিষ্টান্ন বিক্রেতা বলছেন আমরা প্রস্তুত। বৃহস্পতিবার তেমন বেচাকেনা হয় নি। তবে রবিবারে সুদে আসলে উঠেই যাবে।
Published on: May 28, 2023 04:48 PM
Latest Videos