World Environment Day: ট্রেন চালকদের হাতে গাছ
উষ্ণায়ন এমন জায়গায় পৌঁছেছে,যে দার্জিলিং এর মত পাহাড়ের হোটেলে পাখা লাগাতে হচ্ছে।গাছ কমছে তাই বৃক্ষরোপন জরুরী।বলা হয় একটি গাছ একটি প্রাণ আসলে গাছই হল প্রাণ।তাই গাছ বাঁচাতে গাছ লাগাতে সচেতনতাও জরুরি।সেই কাজই করছে পান্ডুয়ার বৈঁচীগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন
বিশ্ব পরিবেশ দিবসে ট্রেন চালক গার্ড ও যাত্রীদের হাতে বৃক্ষ তুলে দিল বৈঁচীগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উষ্ণায়ন এমন জায়গায় পৌঁছেছে,যে দার্জিলিং এর মত পাহাড়ের হোটেলে পাখা লাগাতে হচ্ছে।গাছ কমছে তাই বৃক্ষরোপন জরুরী।বলা হয় একটি গাছ একটি প্রাণ আসলে গাছই হল প্রাণ।তাই গাছ বাঁচাতে গাছ লাগাতে সচেতনতাও জরুরি।সেই কাজই করছে পান্ডুয়ার বৈঁচীগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।আজ বিশ্ব পরিবেশ দিবসে বৈঁচিগ্রাম স্টেশনে বর্ধমান হাওড়া লোকাল ট্রেনের চালক, গার্ড ও যাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।গাছ যেমন মানুষের প্রাণ ট্রেনের চালকদের হাতেও মানুষের প্রাণ থাকে।রাত জেগে তারা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেন নিরাপদে।করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়ত মুহুর্তের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারনে।তবে প্রতিদিন হাজার হাজার যাত্রী চালকদের ভরসাতেই ট্রেন সফর করেন।