Basirhat news: সরকারি কেন্দ্রেই বেআইনি ধান
Basirhat news: বসিরহাটের স্বরূপনগর ব্লকের স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে সেখানে দীর্ঘদিন ধরে ধান কেনাবেচা হয়।
বসিরহাটের স্বরূপনগর ব্লকের স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে সেখানে দীর্ঘদিন ধরে ধান কেনাবেচা হয়। স্থানীয় কৃষক থেকে চাষিরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল এই ধান ক্রয় কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছে দালাল চক্র। অবৈধভাবে ভাবে ভুয়ো নাম ঢুকিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করছে কিছু ফঁড়ে ও দালালরা। এই নিয়ে বিডিও শুভদীপ চৌধুরীর কাছে সম্প্রতি একটি অভিযোগ যায়। তারপর পুরো বিষয়টি খাদ্য দপ্তরকে জানানো হয়।
বিডিও একটি তদন্তকারী দল তৈরি করে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু করেন। এদিন স্বরূপনগর সমবায় কেন্দ্রে বিডিওর নেতৃত্বে একদল প্রশাসনিক আধিকারিক গিয়ে হাতেনাতে ১৫৫ বস্তা ধান বাজেয়াপ্ত করে। সরকারি হিসাবে যার মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। সেখানে দেখা যায় এই ধান ক্রয় কেন্দ্রের যাদের নামের তালিকা রয়েছে তারা সম্পূর্ণ ভুয়ো এবং অবৈধভাবে তাদের নাম তালিকায় ঢোকানো হয়েছে। এই বাজেয়াপ্ত ধানগুলো ইতিমধ্যে বিডিও অফিসে মজুদ করা হয়েছে। যে ভুয়ো নামের তালিকা পাওয়া গিয়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ও বিডিও। যদিও এবিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক এমনকি খাদ্য দপ্তরের আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।