শেষ বেলার প্রচার পুরুলিয়ায় ঝড় তুলছে মোবাইল স্ক্রিন। ফাইভ জি-র যুগে শুধু দেওয়াল লিখনে আর আসবে না জয়। হেড ফোনের মাধ্যমে ঢুকে পড়তে হবে ভোটদাতার মরমে। সবে মিলে এবারের ভোটে পুরুলিয়া জেলায় নতুন সংযোজন মানভূমি গানে মাধ্যমে ভাইরাল প্রচার। এবারের পঞ্চায়েত নির্বাচনে নতুন ধরনের এই প্রচার সারা জেলা জুড়েই লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়ার লোক শিল্পীরা ফরমায়েশ অনুযায়ী গান রচনা করেছেন বিভিন্ন প্রার্থীর জন্য। এছাড়াও রাজনৈতিক দলগুলিও সার্বিক ভাবে নিজেডের দলের প্রচারের জন্যও বেছে নিয়েছেন সোশাল মিডিয়ার প্লাটফর্ম। তাই ভোট ঘোষণা হবার পর থেকেই স্টুডিওগুলিতে দেখা গেছে ব্যস্ততা। পুরুলিয়া লোক শিল্পী চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায় এরকম অনেকগুলি নির্বাচনী ফরমায়েশ গানের কথা ও সুর দিয়েছেন। তার নিজেরই জানা একশর বেশি গান রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সামাজিক মাধ্যমে প্রচার এবছর খুব জনপ্রিয় হয়েছে। এখন চারদিকে সেই গান ছড়িয়ে গেছে। ভোট ঘোষনা হবার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগাযোগ শুরু করেন পুরুলিয়ার লোক শিল্পীদের সঙ্গে। গান লেখা থেকে সুর করা সব কিছুই প্যাকেজের মাধ্যমে করে দেওয়া হয়। বিভিন্ন প্রার্থীর প্রচারে পুরুলিয়ার মেঠো সুরে সেই গান এখন সব জায়গায় শোনা যাচ্ছে। পুরুলিয়ায় স্টুডিও রয়েছে গৌতম কুণ্ডুর। তিনিও বলেন, এবারের নির্বাচনে তার স্টুডিওতেই রেকর্ড হয়েছে বহু গান। বিভিন্ন রাজনৈতিক দল যেমন ভোটের নিরিখে গান রেকর্ড করিয়েছেন। তেমনই বহু প্রার্থীও আলাদা করে নির্বাচনী প্রচারের জন্য শিল্পীদের দিয়ে গান গাওয়া করিয়েছেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে সেই সব গান এখন মোবাইলে মোবাইলে ফিরছে। এবারের নির্বাচন প্রচারে সামাজিক মাধ্যম কখন যেন হয়ে উঠেছে অপরিহার্য। নতুন প্রজন্ম এই সাইবার প্রচার বেশি পছন্দ করছে বলে দাবী করেন পুরুলিয়ার বর্ষীয়ান রাজনৈতিক নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে এবার ভোটের ময়দানে রয়েছেন তিনি। গ্রামাঞ্চলে বিপুল সংখ্যায় স্মার্ট ফোন হয়ে যাওয়ার কারণে ইন্টারনেট প্রচার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান তিনি।
শেষ বেলার প্রচার পুরুলিয়ায় ঝড় তুলছে মোবাইল স্ক্রিন। ফাইভ জি-র যুগে শুধু দেওয়াল লিখনে আর আসবে না জয়। হেড ফোনের মাধ্যমে ঢুকে পড়তে হবে ভোটদাতার মরমে। সবে মিলে এবারের ভোটে পুরুলিয়া জেলায় নতুন সংযোজন মানভূমি গানে মাধ্যমে ভাইরাল প্রচার। এবারের পঞ্চায়েত নির্বাচনে নতুন ধরনের এই প্রচার সারা জেলা জুড়েই লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়ার লোক শিল্পীরা ফরমায়েশ অনুযায়ী গান রচনা করেছেন বিভিন্ন প্রার্থীর জন্য। এছাড়াও রাজনৈতিক দলগুলিও সার্বিক ভাবে নিজেডের দলের প্রচারের জন্যও বেছে নিয়েছেন সোশাল মিডিয়ার প্লাটফর্ম। তাই ভোট ঘোষণা হবার পর থেকেই স্টুডিওগুলিতে দেখা গেছে ব্যস্ততা। পুরুলিয়া লোক শিল্পী চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায় এরকম অনেকগুলি নির্বাচনী ফরমায়েশ গানের কথা ও সুর দিয়েছেন। তার নিজেরই জানা একশর বেশি গান রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সামাজিক মাধ্যমে প্রচার এবছর খুব জনপ্রিয় হয়েছে। এখন চারদিকে সেই গান ছড়িয়ে গেছে। ভোট ঘোষনা হবার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগাযোগ শুরু করেন পুরুলিয়ার লোক শিল্পীদের সঙ্গে। গান লেখা থেকে সুর করা সব কিছুই প্যাকেজের মাধ্যমে করে দেওয়া হয়। বিভিন্ন প্রার্থীর প্রচারে পুরুলিয়ার মেঠো সুরে সেই গান এখন সব জায়গায় শোনা যাচ্ছে। পুরুলিয়ায় স্টুডিও রয়েছে গৌতম কুণ্ডুর। তিনিও বলেন, এবারের নির্বাচনে তার স্টুডিওতেই রেকর্ড হয়েছে বহু গান। বিভিন্ন রাজনৈতিক দল যেমন ভোটের নিরিখে গান রেকর্ড করিয়েছেন। তেমনই বহু প্রার্থীও আলাদা করে নির্বাচনী প্রচারের জন্য শিল্পীদের দিয়ে গান গাওয়া করিয়েছেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে সেই সব গান এখন মোবাইলে মোবাইলে ফিরছে। এবারের নির্বাচন প্রচারে সামাজিক মাধ্যম কখন যেন হয়ে উঠেছে অপরিহার্য। নতুন প্রজন্ম এই সাইবার প্রচার বেশি পছন্দ করছে বলে দাবী করেন পুরুলিয়ার বর্ষীয়ান রাজনৈতিক নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে এবার ভোটের ময়দানে রয়েছেন তিনি। গ্রামাঞ্চলে বিপুল সংখ্যায় স্মার্ট ফোন হয়ে যাওয়ার কারণে ইন্টারনেট প্রচার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান তিনি।