Panchayat Election 2023 News: প্রার্থী নেই, তাই ভোটও নেই এই গ্রামে

Panchayat Election 2023 News: প্রার্থী নেই, তাই ভোটও নেই এই গ্রামে

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 01, 2023 | 4:50 PM

Panchayat Polls: প্রার্থী নেই তাই ভোট নেই।পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের যশাপুর গ্রামে ২৭০ নম্বর বুথে প্রার্থী দিতে পারেনি কোনো রাজনৈতিক দল। তাই এবার এই বুথে পঞ্চায়েত আসনে ভোট হবে না।

 

যেখানে প্রার্থীপদ নিয়ে এত কাড়াকাড়ি,  মারামারি সেখানে পূর্ব বর্ধমানের রায়নার গোতান পঞ্চায়েতের একটি আসনে ভোট হচ্ছে না। এই অঞ্চলের ৬ নং সংসদের ৭ নম্বর সিটে ভোট হচ্ছে না আগামী ৮ তারিখ।কিন্তু কেন এমন হল? এলাকার প্রাক্তন প্রধান সাহেব আলি খান জানান, এখানে বিরোধী দলগুলি কোনো প্রার্থী দেয়নি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার শংসাপত্র দিতে পারেন নি। আরও এক  তৃণমূল নেতা জানান, বিকল্প যাকে প্রার্থী দেওয়া হয়েছিল তিনিও ব্যক্তিগত কারণে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন৷ তার ফলেই ভোট নেই ওই আসনে।

জানা গেছে, ২৭০ নম্বর বুথের এই আসনটি কিন্তু ওবিসি মহিলা সংরক্ষিত। এলাকার বাসিন্দা শেখ জুলফিকার আলি জানান, এটা লজ্জাজনক বিষয়। উন্নয়নের কাজে অসুবিধা হবে এর ফলে। যশাপুর গ্রামে ভোট না হওয়া নিয়ে সি পিএমের জেলা সম্পাদক সৈয়দ মহম্মদ হোসেনের বক্তব্য,   ‘এটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের ফল।গোটা জেলাতেই বালির টাকার ভাগ নিয়ে শাসকদলের মধ্যে বিরোধ শুরু হয়েছে।  এটা তারই ফলশ্রুতি। এখানে বিরোধীদের ভয় দেখিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক মানিক রায় জানান, বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূল কংগ্রেস সামগ্র রায়না জুড়ে সন্ত্রাস চালিয়েছে। রায়নায় শাসকদলের কাছে আমরা অত্যাচারিত হয়েছি, সেকারণে আমরা ঐবুথে প্রার্থী দিতে পারেনি। তবে তৃণমূল তাদের গোষ্ঠীদ্বন্দের ফলে ঐ বুথে প্রার্থী দিতে পারেনি। ওখানে বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতেও দেখা গিয়েছিল।

রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, আমাদের কোনো গোষ্ঠী কোন্দল নেই। তবে কি কারণে আমাদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে তা জানতে চাওয়া হবে। যদিও রায়না ২ নং ব্লকের বিডিও অনীশা যশ জানিয়েছেন, বাকি সব জায়গাতেই ভোট হচ্ছে। আর ওই বুথেও পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের আসনে ভোট হবে। পরবর্তীকালে যখন সরকারি স্তরে নির্দেশ আসবে তখন আবার এই আসনে ভোট হবে।