Panchayat Election 2023: যারা বৃষ্টিতে লিখেছিল...

Panchayat Election 2023: যারা বৃষ্টিতে লিখেছিল…

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 01, 2023 | 4:10 PM

Panchayat Polls: রোদে পুড়ে জলে ভিজে দেওয়াল লিখি ঘুরে ঘুরে। এই স্লোগান কি কেউ দিতে পারলো? কারণ এ কদিনের বৃষ্টির দাপটে দেওয়ালই তো লেখা হয় নি। ছাতা মাথায় অবশ্য কাউকে কাউকে নজরে পড়েছে।

 

রোদে পুড়ে জলে ভিজে দেওয়াল লিখি ঘুরে ঘুরে। এই স্লোগান কি কেউ দিতে পারলো? কারণ এ কদিনের বৃষ্টির দাপটে দেওয়ালই তো লেখা হয় নি। ছাতা মাথায় অবশ্য কাউকে কাউকে নজরে পড়েছে। কোন পার্টির তাঁরা? অনুপ ভট্টাচার্য, বাম কর্মী বললেন চোরদের আর কেউ চাইছে না।যাঁরা লেখেন নি তাঁদের দেওয়াল খালি পড়ে রয়েছে। তৃণমূল এবং বিজেপি। তবে বৃষ্টি কমতেই বিজেপি তেড়েফুঁড়ে দেওয়াল লিখছে। কিন্তু তৃণমূলকর্মীদের অন্য প্ল্যান।

শান্তনু শেখর দাস , তৃণমূল প্রার্থী বললেন এবার ফ্লেক্স দিয়েই দেওয়াল ঢাকতে হবে।
সুজিত বাগ , বিজেপি কর্মী বললেন আমাদের দেওয়াল দখল করে রেখেছিল টিএমসি। তার ওপর বৃষ্টি। এখন জোরকদমে কাজ হচ্ছে।