Panchayat Election 2023 News: তৃণমূল থেকে বিজেপিতে, ক্ষোভে বিজেপি থেকে বামে!

Panchayat Election 2023 News: তৃণমূল থেকে বিজেপিতে, ক্ষোভে বিজেপি থেকে বামে!

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 01, 2023 | 6:49 PM

Panchayat Election 2023 News: শাসকদলে টিকিট না পেয়ে সোজা বিজেপিতে।পেয়েছেন বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিটও। আর তা দেখে ক্ষুদ্ধ বিজেপি কর্মীরা। দলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে রাম ভক্তরা এবার বামে।পূর্ব বর্ধমানের আউশগ্রামে জটিল ও অদ্ভুত রাজনীতির মেরুকরণ ।

 

শাসকদলে টিকিট না পেয়ে সোজা বিজেপিতে।পেয়েছেন বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিটও। আর তা দেখে ক্ষুদ্ধ বিজেপি কর্মীরা। দলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে রাম ভক্তরা এবার বামে।পূর্ব বর্ধমানের আউশগ্রামে জটিল ও অদ্ভুত রাজনীতির মেরুকরণ । পঞ্চায়েত নির্বাচনে আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর বুথে এবার শাসকদলের প্রার্থী বদল হয়েছে। পঞ্চায়েত সদস্যা সোমা আঁকুড়ে টিকিট না পেয়ে তিনি চলে যান বিজেপিতে।বিজেপিও তাকে রাতারাতি ১৭ নম্বর বুথের প্রার্থী করে দেয়।আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে রেখা বাগদি। সিপিএমের প্রার্থী শিউলী বাগদি। ১৭ নম্বর বুথে এবার ত্রিমুখী লড়াই।
কিন্তু সোমা আঁকুড়েকে বিজেপি প্রার্থী করায় ক্ষুব্ধ অমরপুর অঞ্চলের বিজেপির ১৭ নম্বর বুথ সভাপতি সঞ্জয় দাস সহ কর্মীদের একাংশ দল ছেড়েছেন।তারা এখন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছেন।
প্রাক্তন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় দাস সহ দলত্যাগী কর্মীরা এখন সিপিএমের হয়ে এলাকায় প্রচার করছেন। দেওয়াল লিখছেন।

তৃণমূল ও সিপিএম এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করেছে। সেভাবে প্রচারে যাচ্ছেন না বিজেপি প্রার্থী সোমা আঁকুড়েকে।তিনি বলেন,আমি ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতেছিলাম। কিন্তু এবার দল আমাকে টিকিট দেয় নি।তাই আমি বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করি।বিজেপি আমাকে ১৭ নম্বর বুথে প্রার্থী করেছে। আমি দল করতে ভালোবাসি।
প্রাক্তন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় দাস বলেন। সোমা আঁকুড়ে বাইরের প্রার্থী। তার বাড়ি বিষ্ণুপুরে।গ্রামের কাউকে প্রার্থী না করে বাইরের মানুষকে প্রার্থী করা হয়েছে। যে আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ছিল।সুতরাং এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।তাই আমরা দল ছেড়ে সিপিএম হয়েছি।
সিপিএম নেতা সুদীপ্ত বাগচি বলেন,আমরাই জিতবো ওই বুথে।শুধু ১৭ নম্বর বুথে নয়।আমরা এই অঞ্চলে জিতে ক্ষমতা দখল করবো।ওরা বুঝতে পেরেছে সিপিএমই একমাত্র ভালো প্রশাসন। তাই তারা চলে এসেছে। আমরাও তাদের স্বাগত জানিয়েছি।
এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,
দল যাকে যোগ্য মনে করেছে। তাকে টিকিট দিয়েছে। ওখানে আমাদের মানুষের সমর্থন আছে।সুতরাং আমরা ওখানে জয়ী হব।আর কে বিজেপি বা সিপিএমে গেল তা নিয়ে আমি কিছু বলতে পারবো না।