Panchayat Election 2023 News: বালুরঘাটে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Panchayat Election 2023 News: বালুরঘাটে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 01, 2023 | 6:13 PM

Panchayat Election 2023 News: আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে শুক্রবার বিকেলে বালুরঘাট স্টেশনে এসে পৌঁছালো আরো মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে দুই দিনাজপুরের জন্য বরাদ্দ ছয় কোম্পানি করে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে শুক্রবার বিকেলে বালুরঘাট স্টেশনে এসে পৌঁছালো আরো মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে দুই দিনাজপুরের জন্য বরাদ্দ ছয় কোম্পানি করে। এদিন বিকেলে ত্রিপুরা থেকে স্পেশাল ট্রেনে করে কেন্দ্রীয় বাহিনী বালুরঘাট স্টেশনে পৌঁছায়৷ কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট জিআরপি থানার আইসি দিলীপ কুমার মাহাতো সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুর জেলায় ৬ কোম্পানির পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বালুরঘাট স্টেশনে এসে পৌঁছায়৷

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এর আগেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বালুরঘাটে এসেছে। তাদের বালুরঘাট ব্লকের জন্যই মোতায়েন করা রয়েছে। এবারে যে ছয় কোম্পানি আসছে, তাদের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর, গঙ্গারামপুর, বংশীহারী, কুশমণ্ডি, তপন ও পতিরাম থানায় পাঠানো হল। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই কেন্দ্রীয় বাহিনীদের নির্দিষ্ট থানাগুলিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এবিষয়ে ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা বলেন, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজ বালুরঘাটে এসে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার জন্য ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে৷ এখান থেকে প্রত্যেক থানাতে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী।