Panchayat Election 2023: তারকেশ্বরে তুলকালাম
তারকেশ্বরের তালপুর পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর দোকান ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত বিজেপি প্রার্থীর। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
পঞ্চায়েত নির্বাচনে তারকেশ্বর বিধানসভার তালপুর গ্রাম পঞ্চায়েতের ১০৪ নং গ্রাম সংসদ থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন গৌরহরি সামন্ত। অভিযোগ মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই তার উপর অত্যাচার চলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।ভোট গ্রহণের দিন বুথ থেকে মারধোর করে বের করে দেওয়া হয় তাকে এমনকি গননার দিনও গণনা কেন্দ্র থেকে মেরে বের করে দেওয়া হয়। বিজেপি প্রার্থী গৌরহরি সামন্ত একজন ইমারতি দ্রব্যের ব্যবসায়ী তার আরো অভিযোগ গত কাল রাতে তার দোকান ভাঙচুর করা হয় এবং দোকানে থাকা সামগ্রী লুটপাট করা হয়।তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সাথে যুক্ত।
সুবিচারের আশায় তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী গৌরহরি সামন্ত। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Latest Videos