Panchayat Election 2023 Result: ভোট নিয়ে কী বললেন শোভন?

Panchayat Election 2023 Result: ভোট নিয়ে কী বললেন শোভন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 13, 2023 | 8:52 PM

শোভন চ্যাটার্জি আলিপুরে বললেন, "ভোটের দিন যে সন্ত্রাস হয়েছে সেটা সামান্য কয়েকটা জায়গায় হয়েছে সংবাদ মাধ্যম সেটাকে বাড়িয়ে দেখাচ্ছে। যা দেখানো হচ্ছে অত ঘটনা ঘটেনি। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষের রায় দিয়েছে। তবে মৃত্যু হয়েছে কিন্তু কোনো মৃত্যু কাম্য নয়। তবে মৃত্যুর খবর মিডিয়া বেশি করে দেখাচ্ছে।"

শোভন চ্যাটার্জি আলিপুরে বললেন, “ভোটের দিন যে সন্ত্রাস হয়েছে সেটা সামান্য কয়েকটা জায়গায় হয়েছে সংবাদ মাধ্যম সেটাকে বাড়িয়ে দেখাচ্ছে। যা দেখানো হচ্ছে অত ঘটনা ঘটেনি। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষের রায় দিয়েছে।” মৃত্যু নিয়ে প্রশ্ন করলে তিনি সিপিএম এর সময়কার ব্যাখ্যা দিলেন ২০০৮ আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি র সাথে দায়িত্বে ছিলাম, সেই সময় আমি জেলা এসপিকে ঝামেলার কথা বলেছিলাম এসপি আমাকে বলেছে সিপিএমের লোকজন বোম মারছে আমি গর্তে বসে প্রাণ বাঁচাচ্ছি। এবার ভোটে মানুষের রায় প্রতিফলিত হয়েছে। তবে মৃত্যু হয়েছে কিন্তু কোনো মৃত্যু কাম্য নয়। তবে মৃত্যুর খবর মিডিয়া বেশি করে দেখাচ্ছে। এবার ভোটে তৃণমূল কংগ্রেসের লোকই বেশি মারা গেছে যা ঘটনা দেখানো হচ্ছে তারচেয়ে বেশি রটনা করা হয়েছে। আমরা যখন ভোট করতাম ১৫ হাজার ১৬ হাজারের বেশি প্রার্থী দিতে পারতাম না। কেন্দ্রের টিম আশা নিয়ে বললেন যেটি টিম এসেছে তা বিজেপির টিম, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে গেছে।মনে রাখতে হবে বিজেপির টিম মাটিতে দাঁড়িয়ে রয়েছে না চোরাবালি কে দাঁড়িয়ে রয়েছে। নিজেদেরকে সংগঠিত না করে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে কোনো লাভ হবে নেই।

Published on: Jul 13, 2023 08:51 PM