ISRO Chandrayan 3: শুক্রে 'চন্দ্রযাত্রা' ভারতের

ISRO Chandrayan 3: শুক্রে ‘চন্দ্রযাত্রা’ ভারতের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 13, 2023 | 8:54 PM

শীঘ্রই হতে চলেছে ISRO-র বহু প্রতীক্ষিত ‘চন্দ্রযান-৩’ অভিযান। 'চন্দ্রযান-৩'-এর রোভার চাঁদে পৌছলে তৈরি হবে ইতিহাস। আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ, যার ল্যান্ডার সফলভাবে চাঁদে পৌছবে।

শীঘ্রই হতে চলেছে ISRO-র বহু প্রতীক্ষিত ‘চন্দ্রযান-৩’ অভিযান। ‘চন্দ্রযান-৩’-এর রোভার চাঁদে পৌছলে তৈরি হবে ইতিহাস। আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ, যার ল্যান্ডার সফলভাবে চাঁদে পৌছবে। জাতীয় মহাকাশ সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, চন্দ্রযান-৩ উৎক্ষেপনের জন্য একেবারে প্রস্তুত তারা। এর আগে ২-০১৯-এর ৭ সেপ্টেম্বর ‘চন্দ্রযান-২’ উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু ‘চন্দ্রযান-২’-এর ল্যান্ডার চাঁদের পৃষ্ঠে সঠিকভাবে অবতরণ করতে পারেনি। চন্দ্র পৃষ্ঠে অবতরণ করার সময়ই ল্যান্ডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবার সেই প্রচেষ্টা আবারও করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ১৪ জুলাই দুপুর ২:৩৫ মিনিটে লঞ্চ হবে চন্দ্রযান-৩। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩।