Sundarbans: সুন্দরবনে বিজয় মিছিল
জঙ্গলমহলের থেকে সুন্দরবন বিরোধীরা ধরাশায়ী। বিপুল জনসমর্থন আস্থা রাখল তৃণমূলের ওপর। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সেই ছবি দেখা গেল সুন্দরবনে। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন শাসক দলের উপর আস্থা রাখল গ্রাম বাংলার মানুষ। সামনে একুশে জুলাই শহীদ স্মরণ সভায় এবার সামনে রেখে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের শাসকদলের নেতা কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে একুশের ধর্মতলা চলোর ডাক।
জঙ্গলমহলের থেকে সুন্দরবন বিরোধীরা ধরাশায়ী। বিপুল জনসমর্থন আস্থা রাখল তৃণমূলের ওপর। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সেই ছবি দেখা গেল সুন্দরবনে। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন শাসক দলের উপর আস্থা রাখল গ্রাম বাংলার মানুষ। একদিকে জঙ্গলমহলে শক্ত ঘাঁটি বিজেপির সেখানে শাসক দলের জয়জয়কার অন্যদিকে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে তৃণমূলের জয়জয়কারে লোকসভা নির্বাচনের আগে যে বাড়তি অক্সিজেন পেয়েছে শাসক দল তা বলাবাহুল্য। সামনে একুশে জুলাই শহীদ স্মরণ সভায় এবার সামনে রেখে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের শাসকদলের নেতা কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে একুশের ধর্মতলা চলোর ডাক। জমায়েত বিপুল পরিমাণে করতে প্রান্তিক মানুষেরা এদিন পথে হাঁটলেন। সদ্য সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থী সুরজিৎ বর্মন পাশাপাশি সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার তৃণমূলের জয়ী প্রার্থী আলো বর্মন প্রান্তিক কয়েক হাজার মানুষকে নিয়ে লেবুখালী-হাসনাবাদ রোডের আমবেড়িয়াতে সবুজ আবির উড়িয়ে গ্রাম বাংলার মহিলাদের উপস্থিতির মধ্য দিয়ে একুশে জুলাইকে আরো বেশি করে সফল করতে শহীদদের তর্পনের ডাক দিলেন সুন্দরবনবাসী।