Debra Water Project: বিজেপির জয়, প্রকল্প সরল অন্যত্র!

Debra Water Project: বিজেপির জয়, প্রকল্প সরল অন্যত্র!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 19, 2023 | 4:29 PM

Debra Water Project: সব দিক থেকে পরীক্ষামূলক ভাবে ওই এলাকায় একটি জল প্রকল্প অনুমোদন হলেও ,ভোটের ফলাফলের পর জল প্রকল্পটি হটাৎ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়।

সরকারি জল প্রকল্প বন্ধ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে সরব হল গ্রামবাসীরা। এরকমই ঘটনাটি ঘটেছে,পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১০/১নং অঞ্চলের অন্তর্গত চকশুলপান গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, সব দিক থেকে পরীক্ষামূলক ভাবে ওই এলাকায় একটি জল প্রকল্প অনুমোদন হলেও ,ভোটের ফলাফলের পর জল প্রকল্পটি হটাৎ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়।এ ঘটনা গ্রামবাসীদের নজরে এলেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয় এক গ্রামবাসী জানান, দীর্ঘদিনের দাবি মেনে এই এলাকায় জল প্রকল্পটি গ্রামের ফাঁকা এলাকায় অনুমোদন করা হয়েছিল।এরপর নানান পরীক্ষামূলক কার্যও সম্পন্ন হয়।সেইমতো কয়েকদিন আগেই ওই এলাকায় প্রকল্পটি শুরুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ দক্ষ কর্মীরাও পৌঁছে যান।
তবে হটাৎ করেই সেই সকল যন্ত্রপাতি আবার প্রকল্পের কাজে অধীন কর্মীরা যখন গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করলে ,এ ঘটনা নজরে আসতেই গ্রামবাসী যন্ত্রপাতি সহ গাড়ি আটকে ক্ষোভে ফেটে পড়েন।
তাঁরা আরও জানান, বিগত কয়েক বছর এই এলাকায় পঞ্চায়েত শাসকের হাতেই ছিল। কিন্তু এবার উলট পুরান হয়েছে। এবার নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে।তবে কি সেই কারণেই এই প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে? এমনই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা।
স্থানীয়দের দাবি এখানে প্রকল্পটি হলে পাশাপাশি ৭-৮ টি গ্রামের মানুষ উপকৃত হবে। ব্লক প্রশাসনের তরফে সব দিক খতিয়ে দেখে এই এলাকায় প্রকল্পটি অনুমোদন করা হয়েছিল।তবে এখন কেন অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? সরাসরি রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ গ্রামবাসীদের ।
ডেবরা ব্লকের বিডিও সিঞ্জনি সেনগুপ্ত বলেন, অভিযোগ একটা এসেছে স্পট ইন্সপেকশন না করলে পুরো বিষয়টি বোঝা যাবে না তাই স্পট ইনফেকশনের জন্য PHE ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যাবেন ।
রাজনৈতিক চক্রান্তের অভিযোগ অস্বীকার করেছেন ডেবরা ব্লকের তৃণমূল নেতৃত্ব ।