Arambagh: স্কুলে ৩৪ হাজার টাকার চুরি!
স্কুলের পাঁচিল টপকে ভিতরে ঢুকে সমস্ত তালা চাবি ভেঙ্গে প্রায় ৩৪ হাজার টাকা চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘটনা আরামবাগের মুথাডাঙ্গা এলাকার।মুথাডাঙ্গা বিবেকানন্দ শিশুদীপ বিদ্যানিকেতনের দুটি প্রধান অফিসের তিনটি দরজা,সাটার ভেঙ্গে অফিসে ঢোকে দুষ্কৃতীরা।আলমারির লকার ভেঙ্গে চুরি করে পালায় তারা।
স্কুলের পাঁচিল টপকে ভিতরে ঢুকে সমস্ত তালা চাবি ভেঙ্গে প্রায় ৩৪ হাজার টাকা চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘটনা আরামবাগের মুথাডাঙ্গা এলাকার।মুথাডাঙ্গা বিবেকানন্দ শিশুদীপ বিদ্যানিকেতনের দুটি প্রধান অফিসের তিনটি দরজা,সাটার ভেঙ্গে অফিসে ঢোকে দুষ্কৃতীরা।আলমারির লকার ভেঙ্গে চুরি করে পালায় তারা।সকালে স্কুলে এসে দেখা যায় সব তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।আলমারির কাগজ পত্র ঘাঁটাঘাঁটি করা হলেও সেগুলি ঠিকই আছে।কেবল মাত্র টাকা যা ছিল নিয়ে যায় তারা।স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য বলেন,স্থানীয় দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলেই অনুমান করছি।তবে কে বা কারা করেছে তা তদন্ত সাপেক্ষ। সন্ধ্যার পর এইএলাকা অন্য রকম চেহারা নেয়।প্রশাসন ও পুলিশ কে অনুরোধ করব যাতে সন্ধ্যার এই এলাকা যেন টহল দেওয়া হয়।অভিভাবকেরাও রীতিমত হতবাক এই ঘটনায়।
Latest Videos