Partha Chatterjee News: জামিন চেয়ে ভরা কোর্টে পার্থর কান্না, মায়ের কথা বলে সহানুভূতি চাইছেন অর্পিতা

Partha Chatterjee News: জামিন চেয়ে ভরা কোর্টে পার্থর কান্না, মায়ের কথা বলে সহানুভূতি চাইছেন অর্পিতা

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Sep 15, 2022 | 4:32 PM

Partha Chatterjee News: পার্থর সঙ্গে অর্পিতারও আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শুনিয়েছেন বিচারক।

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার। প্রথমে ইডি হেফাজত এবং পরে কারাবাস। একাধিকবার জামিনের আর্জি করেও খারিজ হয়ে গিয়েছে। বুধবার কার্যত হতাশা থেকেই ভার্চুয়াল শুনানিতে বিচারকের সহানুভূতি আদায়ের চেষ্টা করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ভরা কোর্টে কেঁদে ফেললেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, তিনি অর্থনীতিতে স্নাতক। পিএইচডিও করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা থেকেছেন। ছিলেন রাজ্যের মন্ত্রীও। কাঁদো কাঁদো গলায় পার্থ বলেন, অতীত দেখুন, এর আগে তাঁর বিরুদ্ধে এমন কোনও অভিযোগ কেউ করেননি। ‘প্লিজ কনসিডার করুন স্যার, লেট মি লিভ’, পার্থর এই আর্জি শুনলেন না বিচারক। তাঁর আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শোনালেন বিচারক।

এদিন ভার্চুয়াল শুনানিতে জামিন চেয়ে কাতর আর্জি করেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। বাড়িতে বয়স্ক মা রয়েছে, সহানুভূতি দেখিয়ে জামিনের আর্জি করলে পাল্টা অর্পিতাকেই প্রশ্ন করেন বিচারক। আপনি কি মায়ের সঙ্গে থাকতেন, বিচারকের প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেননি অর্পিতা। পরে খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদনও। পার্থর সঙ্গে অর্পিতারও আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শুনিয়েছেন বিচারক।

Published on: Sep 14, 2022 07:20 PM