Partha Diet Chart: স্বাস্থ্য সচেতন খাবার! লকআপে ওটস, চিকেন, ওআরএস, মুসুম্বি খাচ্ছেন পার্থ

Partha Diet Chart: স্বাস্থ্য সচেতন খাবার! লকআপে ওটস, চিকেন, ওআরএস, মুসুম্বি খাচ্ছেন পার্থ

TV9 Bangla Digital

| Edited By: সৌরভ পাল

Updated on: Aug 01, 2022 | 6:57 PM

ইডি হেফাজতে নিজের পছন্দ মতো খাবার না পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর খাবার।

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় গত ১৫ বছর ধরে টাইপ টু ডায়াবেটিক রোগে আক্রান্ত। ভুবনেশ্বরের এইমসের চিকিৎসকরা চার পাতার প্রেসক্রিপশনে জানান, পার্থবাবুকে যেন ফ্লুইড জাতীয় খাবার দেওয়া হয়। তবে ডাক্তারি পরামর্শ না মেনে ভাত খেতে চান প্রাক্তন শিল্পমন্ত্রী। শেষে এই পরিস্থিতিকে সামাল দিতে ইডি আধিকারিকরা দ্বারস্থ হন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা মুখোপাধ্যায়ের। অতিরিক্ত অনিয়ম তাঁর শরীরের জন্য ক্ষতিকর, বোঝান অর্পিতা মুখোপাধ্যায়। আর তারপরেই ‘ঘনিষ্ঠ বন্ধুর ধমকে’ শেষে নিজের মত পরিবর্তন করেন মন্ত্রীমশাই। ইডি হেফাজতে নিজের পছন্দ মতো খাবার না পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর খাবার।

অন্যদিকে ইডি হেফাজতে অর্পিতা মুখোপাধ্যায় খেতে চান ড্রাই ফুট ও কফি। তবে তাঁর শরীরের কথা মাথায় রেখে ইডি আধিকারিকরা তাঁকেও দিচ্ছেন স্বাস্থ্যকর খাবার। যা রান্না করা হচ্ছে বাটা মশলা ও হালকা তেলে। শুধু শারীরিক দিকই নয়, মানসিক দিক থেকেও তাঁকে সুস্থ রাখার চেষ্টা করছেন ইডি আধিকীরিকরা। ইডি হেফাজতে কী কী খাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তা নিয়ে ওয়াকিমহলে কৌতূহলের শেষ নেই।

ইডি হেফাজতে কী খাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়?

পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মেনু:

* সকালে সুগার ফ্রি দিয়ে লিকার চা, সঙ্গে ২টি ক্রিম ক্র্যাকার বিস্কুট
* ব্রেকফাস্টে ওটসের খিচুরি
* এক ঘণ্টা পর দুই রকমের ফল, দুপুরে মুসুম্বি
* রবিবার লাঞ্চে পাঁঠার মাংসের বদলে ২ পিস চিকেনের হালকা ঝোল
* সন্ধ্যায় তেলে ভাজার বদলে বিস্কুট
* রাতের খাবারে দুটি রুটি ও সবজি
* সারা দিনে ORS মিশিয়ে এক লিটার জল

অর্পিতা মুখোপাধ্যায়ের খাবারের মেনু:

* সকালে সুগার ফ্রি দিয়ে লিকার চা, সঙ্গে ২টি ক্রিম ক্র্যাকার বিস্কুট
* ব্রেকফাস্টে ৪ পিস ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ, কলা
* এক ঘণ্টা পর ফলের রস, দুপুরে মুসুম্বি
* লাঞ্চে ভাত, রুটি, ডাল, সবজি, মাছ
* সন্ধ্যায় চা-বিস্কুট
* রাতের খাবারে দুটি রুটি ও সবজি