Partha Chatterjee Net Worth: ১০০,০০,০০,০০০ টাকার সম্পত্তি? হিসেব কষতে নাজেহাল ইডি
দিলীপ ঘোষের দাবি, "লোকের দৃষ্টি ঘোরাতেই এক মহিলার বাড়িতেই টাকাটা রাখা হয়, কারণ একজন মহিলার বাড়িতে সহজে হানা দেওয়া যায় না"।
কলকাতা: তৃণমূল সু্প্রিমোর হুঁশিয়ারির কুড়ি ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যে একাধিক জায়গায় ইডির হানা। ইডির জালে ‘রাঘব বোয়াল’ শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ২৭ ঘণ্টা জেরার পরে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডির তদন্তকারী অফিসাররা। মন্ত্রীর নাকতলার বাড়ি থেকে ইডির হাতে এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি, যা মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যথেষ্ট বলেই মনে করছে ওয়াকিবহালমহল। পাওয়া গিয়েছে একটি হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ।
কোন কোন নথি বাজেয়াপ্ত?
* এসএসসি নিয়োগ বেনিয়মের ১৭টি নথি
* প্রচুর নিয়োগ পত্রের সুপারিশ ও বদলির কাগজের ফটোকপি
* চাকরি প্রার্থীদের অ্যাডমিট
* ২০১২ সালের টেট পরীক্ষার ফলাফলের সংশোধিত কপি
* প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির দেওয়া নোট
* ২০১২ সালের টেট পরীক্ষার সম্ভাব্য শিক্ষকদের তালিকা
* চাকরি প্রার্থীদের সম্ভাব্য পোস্টিংয়ের তালিকা
* স্কুল সার্ভিস কমিশনের শীর্ষকর্তাদের একাধিক নথি
নথির পাশাপাশি মন্ত্রীর সম্পত্তির পরিমাণ দেখেও ইডি আধিকারিকরা তাজ্জব । আধিকারিকদের সন্দেহ, এইসব সম্পত্তির বেশিরভাগই দুর্নীতির টাকায় কেনা। বিরোধীদের অভিযোগ, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও গয়না পাওয়া গিয়েছে তা আসলে ‘হিমশৈলের চূড়া মাত্র’। বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, “লোকের দৃষ্টি ঘোরাতেই এক মহিলার বাড়িতেই টাকাটা রাখা হয়, কারণ একজন মহিলার বাড়িতে সহজে হানা দেওয়া যায় না”।
সূত্রের খবর, গত ৬ বছর ধরে পার্থ চট্টোপাধ্যায় নামে-বেনামে বিপুল পরিমাণে সম্পত্তি কিনেছেন। খাস কলকাতাতেই তাঁর একাধিক ফ্ল্যাট। বান্ধবী অর্পিতার নামে বেলঘরিয়াতে রয়েছে দুটি ফ্ল্যাট। ডায়মণ্ড সিটি সাউথেও অর্পিতার যে ৩টি ফ্ল্যাট রয়েছে তার আনুমানিক মূল্য ৩ কোটিরও বেশি। এছাড়াও আরও অনেক ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে এই শহরেই। তিনটি কোম্পানির ডিরেক্টর হিসেবে অর্পিতা মুখোপাধ্যায়ের নথি পাওয়া গিয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের শান্তিনিকেতনের অভিজাত এলাকায় রয়েছে সাত-সাতটি বাগানবাড়ি। রয়েছে সোনাঝুরির পিছনে ২০ বিঘা জমি যার দাম আনুমানিক ১০ কোটি। এখানেই শেষ নয়, শান্তিনিকেতনেই রয়েছে ৪ হাজার স্কয়ার ফিটের একটি বিশাল ফ্ল্যাটও। এছাড়াও পিংলায় মন্ত্রীর স্ত্রীর নামে নগদ ৪৫ কোটি টাকায় কেনা হয় একটি স্কুলের জমি। এই টাকা মন্ত্রী দেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে। সব মিলিয়ে অঙ্কের হিসেবে সম্পত্তির মূল্য প্রায় ১০০ কোটিরও বেশি।