Partha Arpita News: জাঙ্গিপাড়ায় অর্পিতার সঙ্গে মাছ ধরতেন পার্থ

Partha Arpita News: জাঙ্গিপাড়ায় অর্পিতার সঙ্গে মাছ ধরতেন পার্থ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 25, 2022 | 8:39 PM

পাড়ায় কান পাতলেই কানে আসছে অর্পিতাকে নিয়ে নানা গুঞ্জন। বাড়ির মিস্ত্রিদের কথায়, ওই বাড়ির নিচেই নাকি রয়েছে বাঙ্কার

হুগলি: ‘পেঁয়াজের খোসার মতো, ছাড়ালেই বেরোচ্ছে তথ্য’, অর্পিতা মুখার্জিকে জেরা করতে গিয়ে এমনই শব্দবন্ধের ব্যবহার করেছেন ইডি আধিকারিকরা। গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি এবার অর্পিতার সম্পত্তি নিয়ে চোখ ধাঁধিয়ে যাওয়ার পালা। ডায়মন্ড সিটি সাউথ আবাসনে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট, বেলঘরিয়ায় দু’টি ফ্ল্যাট, শান্তিনিকেতনে একাধিক বাগানবাড়ির পাশাপাশি এবার শহর পেরিয়ে শহরতলিতে আবারও খোঁজ মিলল অর্পিতার আরও এক বাড়ির।

হুগলির জাঙ্গিপাড়ায় মথুরাবাটিতে অর্পিতা মুখার্জির মামার বাড়ি। মামার বাড়ির অনতিদূরেই একটি বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে অর্পিতার। পাড়ায় কান পাতলেই কানে আসছে অর্পিতাকে নিয়ে নানা গুঞ্জন। বাড়ির মিস্ত্রিদের কথায়, ওই বাড়ির নিচেই নাকি রয়েছে বাঙ্কার। যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, কী গোপন করতে একজন মহিলা বাড়িতে বাঙ্কার তৈরি করেছিলেন! পাড়া-প্রতিবেশীদের একাধিক অভিযোগ অর্পিতাকে নিয়ে। স্থানীয় এক বাসিন্দার কথায়, যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নিজের মামাতো ভাইদের সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন অর্পিতা।

অর্পিতাদের মামার বাড়িতে প্রায়শই নাকি আসতেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকি, প্রতিবছর দুর্গাপুজোয় মন্ত্রীকে দেখা যেত জাঙ্গিপাড়ায়, অর্পিতার মামার বাড়িতেই। আর এতেই এলাকায় ‘পার্থ ঘনিষ্ঠ’ বলে নিজেদের পরিচিতি বাড়ায় অর্পিতার ভাই-দাদারা। এলাকায় রীতিমতো চলত তাঁদের দাদাগিরি। এমনকি, একটা ছোট কল বসাতে গেলেও এলাকাবাসীকে তাঁদের দাদাগিরির সম্মুখীন হতে হত।

পার্থ-অর্পিতার ‘রোম্যান্সের’ কথাও উড়ে বেড়াচ্ছে জাঙ্গিপাড়ায় মথুরাবাটির আকাশে বাতাসে। একটু বেশি সময় পেলেই, টুক করে ছুটি কাটাতে জাঙ্গিপাড়ায় চলে যেতেন পার্থ-অঙ্কিতা। ঘণ্টার পর ঘণ্টা পুকুর পাড়ে বসে মাছও ধরতেন দু’জনে। এখন দিন বদলেছে। অর্পিতা এখন প্রতিনিয়ত ইডি আধিকারিকদের জেরার মুখে। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় আদপে ঠিক কতটা ‘অসুস্থ’ তা যাচাই করতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমসে। পার্থ-অর্পিতার বর্তমান জীবনে সঙ্গী শুধুই ইডি আধিকারিকরা। আর জাঙ্গিপুরের খবর? অর্পিতা গ্রেফতার হওয়া মাত্রই গা ঢাকা দিয়েছেন অর্পিতার মামার বাড়ির সকলে। ‘দাদাগিরি’ দেখানো বাড়িতে এখন ঝুলছে বড় তালা।