Uttarpara Municipality: ‘পুরসভার চেয়ারম্যানের’ ফোন, সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে চলে আসুন, এরপর যে সত্যের মুখে পড়লেন যুবক…

Uttarpara: প্রসেনজিৎ রায় নামে ঠিকাদারি সংস্থার এক কর্মী জানান, তাঁদের দু'দিন আগে ফোন করা হয়। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে উত্তরপাড়ার চেয়ারম্যান বলে পরিচয় দেন।

Uttarpara Municipality: 'পুরসভার চেয়ারম্যানের' ফোন, সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে চলে আসুন, এরপর যে সত্যের মুখে পড়লেন যুবক...
অভিযোগকারী প্রসেনজিৎ রায়। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 9:27 PM

হুগলি: পুরসভার চেয়ারম্যানের নাম ভাড়িয়ে ফোন। সেই ফোনের নির্দেশ মেনে সাড়ে ৩ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ তুলল এক ঠিকাদারি সংস্থা। উত্তরপাড়ার এই ঘটনা। ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। তাঁর নাম করেই কলকাতার এক ঠিকাদারী সংস্থাকে প্রতারণার ফাঁদে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।

প্রসেনজিৎ রায় নামে ঠিকাদারি সংস্থার এক কর্মী জানান, তাঁদের দু’দিন আগে ফোন করা হয়। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে উত্তরপাড়ার চেয়ারম্যান বলে পরিচয় দেন। জানান, একটি নির্মাণ কাজের বরাত দেওয়া হবে বলে তাঁকে ফোনে বলা হয়। সাড়ে ৩ লক্ষ টাকা রেজিস্ট্রেশন মানি জমা দেওয়ার কথাও বলা হয়। প্রসেনজিতের দাবি, সেই টাকা খুইয়ে এখন কপালে হাত তাঁর।

কীভাবে সে টাকা গেল, নিজেই জানালেন প্রসেজিৎ রায়। বলেন, “গত শনিবার ফোনটা এসেছিল। সোমবার দেখা করতে বলা হয়। বলা হয়, পুরসভায় আসতে। সঙ্গে রেজিস্ট্রেশন মানি সাড়ে ৩ লাখ টাকা নিয়ে আসতে বলেন। নগদ আনতে বলেছিলেন। সাড়ে ১২টা ১টায় ফোন করলে বলেন, আসতে সময় লাগছে। অন্য একজনকে পাঠাচ্ছেন। তাঁকে যেন টাকা দিয়ে দিই। উনিই রসিদ দেবেন। আমরা টাকাও দিই। এদিকে পরে ফোন করতেই নম্বর নট রিচেবল হয়ে যায়। পরে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে সবটা জানতে পারি। এভাবে প্রতারিত হব ভাবতেই পারছি না। থানায় জানিয়েছি।”

এ প্রসঙ্গে উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, “১৭ ১৮ তারিখ থেকেই কেউ এটা করছেন। আমাদের দুই বিধায়ককেও ফোন করে পরিচয় দেন দিলীপ যাদব বলে। তাঁদের নানাভাবে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে জড়ানোর চেষ্টা করেন। তবে দুই বিধায়ক আমার পরিচিত হওয়ায় তাঁরা আমাকে বলেন। আমি থানাতেও জানাই ১৯ তারিখ। এফআইআর পর্যন্ত করেছি। আজও দু’জন এসেছেন। এসে জানান তাঁরাও প্রতারিত। “