Arpita Mukherjee: ‘কোটিপতি’ অর্পিতার কাছ থেকে এখনও ৫ লক্ষ টাকা পান এক ঠিকাদার, টাকাটা মারই গেল, বলছেন মথুরাবাটির লোকেরা
Jangipara: হুগলির জাঙ্গিপাড়া মথুরাবাটিতে অর্পিতার মামার বাড়ি। কিন্তু গ্রামের পরিবেশ এতটাই ভাল লাগে তাঁর, বিপুল টাকা খরচ করে সেখানে নিজের বাড়ি বানান অর্পিতা।
হুগলির জাঙ্গিপাড়া মথুরাবাটিতে অর্পিতার মামার বাড়ি। কিন্তু গ্রামের পরিবেশ এতটাই ভাল লাগে তাঁর, বিপুল টাকা খরচ করে সেখানে নিজের বাড়ি বানান অর্পিতা। সেখানকার লোকজনের দাবি, অর্পিতা তো আসতেনই, সঙ্গে আসতেন পার্থ চট্টোপাধ্যায়ও। অভিযোগ, মামাতো ভাইদের চাকরি থেকে এলাকায় প্রভাব খাটানো, সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। যা ইতিমধ্যেই সামনে এসেছে।
অর্পিতা গ্রেফতার হতেই ক্ষোভের আগুন ছুটছে মথুরাবাটিতে। স্থানীয় বাসিন্দা সোমনাথ চক্রবর্তী বলেন, “এই অর্পিতা মুখার্জি বলেছিল, আমার বাড়ির গেটটা ভেঙে দেবে। আমার জায়গায় ওর গাড়ি রাখবে বলেছিল। জোর জবরদস্তি করে একটা সরকারি কল ছিল, সেটাকে সরিয়ে দিয়েছে।” অভিযোগ, প্রভাব খাটিয়ে অন্যের জায়গা দখল থেকে শুরু করে একের পর এক বিস্ফোরক দাবি সেখানকার লোকের। যদিও অর্পিতার মামীর বক্তব্য, ক্ষোভ থেকে এসব বলছে।
এসবের মধ্যেই এবার মুখ খুললেন ঠিকাদার শ্রীকান্ত আড়ু। তাঁর অভিযোগ, দিলাকাশ গ্রামপঞ্চায়েতের মথুরাবাটিতে অর্পিতা একটি এক তলা বাড়ি নির্মাণ করান। শ্রীকান্ত সে কাজ করেন। ১৫ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি তৈরি করা হলেও অর্পিতা ১০ লক্ষ টাকা ধরিয়ে ঘোরাতে থাকেন শ্রীকান্তকে। কিছুতেই ৫ লক্ষ টাকা দিচ্ছিল না। আর এখন তো ইডির হাতে। আদৌ আর বকেয়া টাকা পাবেন কি না, ধন্দে শ্রীকান্ত।