Barrackpur Over Bridge: ওভার ব্রীজ বন্ধ, রেল অবরোধ
দীর্ঘ দিন ধরেই ওভার ব্রীজের সমস্যায় ভুগছিলেন ব্যারাকপুর এর চার নম্বর প্ল্যাটফর্মে র দিকের বাসিন্দারা।আম্ফানের পর থেকেই ব্রীজ বন্ধ।ফলে চার নম্বরের দিক থেকে এক নম্বরের দিকে এলাকার বাসিন্দারা আসতে পারছিলেন না! অনেকটা ঘুরেই তাদের যাতায়াত করতে হতো।ফলে ট্রেন ধরতে বা ওপার থেকে এপার আসতে হয় অনেক দুরভোগ পেরিয়েই। সব চেয়ে বেশি অসুবিধা হয় রোগীদের।
দীর্ঘ দিন ধরেই ওভার ব্রীজের সমস্যায় ভুগছিলেন ব্যারাকপুর এর চার নম্বর প্ল্যাটফর্মে র দিকের বাসিন্দারা।আম্ফানের পর থেকেই ব্রীজ বন্ধ।ফলে চার নম্বরের দিক থেকে এক নম্বরের দিকে এলাকার বাসিন্দারা আসতে পারছিলেন না! অনেকটা ঘুরেই তাদের যাতায়াত করতে হতো।ফলে ট্রেন ধরতে বা ওপার থেকে এপার আসতে হয় অনেক দুরভোগ পেরিয়েই। সব চেয়ে বেশি অসুবিধা হয় রোগীদের। দীর্ঘ দিন ধরে রেল কে জানিয়ে কোন ফল হয়নি।তাই রেল কে আগাম নোটিশ দিয়েই ব্যারাকপুর নাগরিক প্রতিরোধ মঞ্চ তারা এই অবোরোধ এর কম’সুচী নেয়।তবে এই অবোরোধ রেল আধিকারিক দের প্রতিশ্রুতি তে উঠে গেলেও অবোরোধ কারিরা জানান,তারা দুই মাস অপেক্ষা করবেন। এরপর তারা বৃহত্তর আ আন্দোলনে যাবেন।তবে আটকে থাকা নিত্যযাত্রিরা এও অবোরোধ কে সমথ’ন জানান।
Latest Videos