Birbhum News: ছবি বিতর্কে মিছিল
পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর ছবি বিতর্ক আরো উসকে দিয়ে করিধ্যা গ্রামে মিছিল করল তৃণমূল।বিজেপি জয়লাভ করার পর গত ১০ তারিখ বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা গ্রাম পঞ্চায়েতে প্রধানের রুম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোর প্রক্রিয়া শুরু করে বিজেপি।
পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর ছবি বিতর্ক আরো উসকে দিয়ে করিধ্যা গ্রামে মিছিল করল তৃণমূল। বিজেপি জয়লাভ করার পর গত ১০ তারিখ বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা গ্রাম পঞ্চায়েতে প্রধানের রুম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোর প্রক্রিয়া শুরু করে বিজেপি। সেখানে ভারত মাতার ছবি লাগানোর কর্মসূচি নেওয়া হয়। এরপরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। মুখ্যমন্ত্রী ছবি কেন সরানো হবে এর প্রতিবাদে আজ সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল করল তৃণমূল কংগ্রেস। করিধ্যা গ্রামের একাধিক জায়গা প্রদক্ষিণ করে সেই মিছিল এবং এই ঘটনা তীব্র প্রতিবাদ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।
Latest Videos
Latest News