Bankura Pool Car Accident: পুলকার নেমে গেল নদীর চরে!
নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে থাকা একটি পুলকার নেমে গেল দারকেশ্বর নদীর চরে। ঘটনায় পুলকারে থাকা বাঁকুড়া শহর লাগোয়া একটি বেসরকারী ইংরাজী মাধ্যম স্কুলের দুই ক্ষুদে পড়ুয়া আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বাঁকুড়া শহরে নিয়ে যাওয়া হয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে থাকা একটি পুলকার নেমে গেল দারকেশ্বর নদীর চরে। ঘটনায় পুলকারে থাকা বাঁকুড়া শহর লাগোয়া একটি বেসরকারী ইংরাজী মাধ্যম স্কুলের দুই ক্ষুদে পড়ুয়া আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বাঁকুড়া শহরে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া শহর লাগোয়া একটি বেসরকারি ইংরাজী মাধ্যম স্কুলে পড়ুয়াদের পৌঁছানোর জন্য কয়েকজন অভিভাবক মিলে একটি পুলকার ভাড়া করেছিলেন। অন্যান্য দিনের মতো ওই পুলকারে করে পড়ুয়ারা স্কুলে যায়। স্কুল ছুটির পর পড়ুয়ারা ওই পুলকারে করেই বাড়িতে ফিরছিল। ফেরার পথে রাজগ্রাম সেতু পেরোনোর কিছুটা পরে আচমকাই পুলকারটির সামনে একটি বাইক চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বেপরোয়া গতিতে থাকা পুলকারটি দারকেশ্বর নদের চরে নেমে যায়। চরে একটি গাছে ধাক্কা লেগে পুলকারটি থেমে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে ওই পুলকারে থাকা কেজি ক্লাসে পড়া দুই ক্ষুদে পড়ুয়া জখম হয়েছে।