Burdwan Illegal Firecracker Recovery: ৮০০ কেজি চকোলেট বোমা!
দত্তপুকুরের ঘটনার পর নড়েচড়ে বসল বর্ধমান জেলা পুলিশ। বর্ধমানের ডাঙ্গাপাড়া থেকে উদ্ধার ৮০০ কেজি চকলেট বোম। পলাতক মজুত রাখা বোমের গোডাউনের মালিক। তদন্ত শুরু করেছে বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান জেলা পুলিশ নতুনভাবে সক্রিয় হয়েছে বাজির হদিশ পেতে।
দত্তপুকুরের ঘটনার পর নড়েচড়ে বসল বর্ধমান জেলা পুলিশ। বর্ধমানের ডাঙ্গাপাড়া থেকে উদ্ধার ৮০০ কেজি চকলেট বোম। পলাতক মজুত রাখা বোমের গোডাউনের মালিক। তদন্ত শুরু করেছে বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান জেলা পুলিশ নতুনভাবে সক্রিয় হয়েছে বাজির হদিশ পেতে। গতকাল রাত্রে পুলিশ হানা দেয় বর্ধমান শহর লাগোয়া রায়ান গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ায়। ঘন জনবসতি এলাকায় মোহাম্মদ লাগুর বাড়িতে।তার বাড়ি ও গোডাউন থেকে ৮০০ কেজি চকলেট বোম বাজেয়াপ্ত করেছে বর্ধমান জেলা পুলিশ।
অল্প পরিমাণ বোমা তার বাড়িতে ও বেশিরভাগ তার গোডাউনে মজুত ছিল বলে দাবি পুলিশের। যদিও ডিএসপি রাকেশ চৌধুরীর বক্তব্য, দত্তপুকুরের সঙ্গে এর কোন যোগাযোগ নেই। তার দাবী রুটিন তল্লাশিতেই উদ্ধার হয়েছে এই বোম। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই মোহাম্মদ লাগু ওই এলাকায় এই মজুত করে রেখেছিল। পরে এই বোমগুলোকে নিষ্ক্রিয় করা হয়।