Rickey Martin: স্বামীকে ডিভোর্স পপ-তারকা রিকি মার্টিনের

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 16, 2023 | 4:40 PM

৬ বছরেই ভেঙে গেল ভালবাসার সম্পর্ক। পপতারকা রিকি মার্টিনকে ডিভোর্স দেন তাঁর স্বামী জেয়ান যোসেফ। তাঁদের ডিভোর্স হয় শান্তিপূর্ণভাবে। তাঁরা ২জনে সোশ্যাল মিডিয়ায় এই কথা জানান। রিকি মার্টিনের গান অনেক মানুষের মন জয় করে। রিকি জানান, তাঁর জীবনে কখনও প্রেমিকার অভাব হয়নি। অনেক মহিলার সঙ্গে রিকির সম্পর্ক প্রকাশ্যে আসে।

৬ বছরেই ভেঙে গেল ভালবাসার সম্পর্ক। পপতারকা রিকি মার্টিনকে ডিভোর্স দেন তাঁর স্বামী জেয়ান যোসেফ। তাঁদের ডিভোর্স হয় শান্তিপূর্ণভাবে। তাঁরা ২জনে সোশ্যাল মিডিয়ায় এই কথা জানান। রিকি মার্টিনের গান অনেক মানুষের মন জয় করে। রিকি জানান,তিনি ভার্জিনিটি হারান ১৪ বছর বয়সে। তাঁর জীবনে কখনও প্রেমিকার অভাব হয়নি। অনেক মহিলার সঙ্গে রিকির সম্পর্ক প্রকাশ্যে আসে। ২০১০ এ তিনি নিজেকে সমকামী বলে দাবি করেন। রিকির সঙ্গে জেয়ানের সম্পর্কের কথা জানা যায় ২০১৫ এ। সূত্রের খবর,তাঁদের আলাপ হয় ইনস্টাগ্রামে। জেয়ান একজন চিত্রশিল্পী। জেয়ানের আঁকা ছবি ভাল লাগে যায় তাঁর। তারপর রিকি প্রেমিকের সঙ্গে দেখা করতে ইংল্যান্ড চলে যান। রেড কার্পেটে তাঁরা ২জন একসঙ্গে পোজ দেন। ২০১৮ এ তাঁদের বিয়ে হয়। সেই বছর তাঁদের মেয়ে লুসিয়া হয়। ৬ বছরের পর তাঁদের ডিভোর্স হলেও তাঁরা সন্তানের দায়িত্ব একসঙ্গে পালন করবেন।