Portable Air Conditioner: ছোট্ট এসি, আপনাকে গরমে ‘COOL’ রাখবে
Portable AC: একটি ছোট্ট এসি নিয়ে এসেছে EcoFlow নামের একটি সংস্থা। পোর্টেবল এসি EcoFlow Wave 2, এটি হিটার এবং এয়ার কন্ডিশনার দুই ভাবেই কাজ করতে পারবে। গাড়ি থেকে শুরু করে বাড়ি,যে কোনও আউটডোর স্পেসে আপনি এই Portable AC ব্যবহার করতে পারবেন।
একটি ছোট্ট এসি নিয়ে এসেছে EcoFlow নামের একটি সংস্থা। পোর্টেবল এসি EcoFlow Wave 2, এটি হিটার এবং এয়ার কন্ডিশনার দুই ভাবেই কাজ করতে পারবে। গাড়ি থেকে শুরু করে বাড়ি,যে কোনও আউটডোর স্পেসে আপনি এই Portable AC ব্যবহার করতে পারবেন। EcoFlow Wave 2 Portable AC: ফিচার ও স্পেসিফিকেশন। EcoFlow Wave 2 পোর্টেবল এয়ার কন্ডিশনারে রয়েছে ইনভার্টার কম্প্রেসর। এই ইনভার্টার কম্প্রেসর 1,500 W হিটিং এবং1,800 W কুলিং পাওয়ার জেনারেট করতে পারে। এই এয়ার কন্ডিশনারে ঘনীভূত জল একটি হিট টিউবের সাহায্যে বাস্পীভূত হয়। হিটিং মোডে একটি পাইপের সাহায্যে জল নিষ্কাশন করতে পারে। ফাস্ট, স্লিপিং এবং ইকো এই ৩টি মোড রয়েছে পোর্টেবল এসিটির। ইকো মোডে এই AC টানা ৯.৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। একটি ওয়াল আউটলেটের মাধ্যমে আপনি EcoFlow ডিভাইসটি চার্জ করতে পারবেন। EcoFlow DELTA 2-এর মতো পাওয়ার স্টেশন,একটি 12V কার সকেট বা 400W সোলার প্যানেলে চার্জ করা যাবে ডিভাইসটি। এই পোর্টেবল এসি চলার সময় এক ফোঁটাও আওয়াজ করে না। খুবই হাল্কা এই ছোট্ট এয়ার কন্ডিশনারের পরিমাপ ৫১৮ x ২৯৭ x ৩৩৬ মিমি। ব্যাটারি ছাড়া EcoFlow Wave 2 পোর্টেবল এসির ওজন মাত্র ১৪.৫ কোজি। EcoFlow Wave 2 পোর্টেবল এয়ার কন্ডিশনারটি আপনি এখন ভারতে পাবেন না। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটেই এসি ক্রয় করতে পারবেন। এই Portable AC দাম প্রায় ১,০৬,৭৪৫ টাকা। আলাদা করে এই পোর্টেবল এসির ব্যাটারি কিনতে খরচ হবে প্রায় ৭৩,৮৭৫ টাকা।
Published on: Apr 24, 2023 03:12 PM
Latest Videos