Living Underwater: জলের তলায় বাড়ি বানালেন এই ব্যক্তি

Living Underwater: জলের তলায় বাড়ি বানালেন এই ব্যক্তি

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 20, 2023 | 5:40 PM

প্রফেসর জোসেফ দিতুরি ৭৪ দিন জলের নীচে ছিলেন। তিনি ফ্লোরিডার প্রায় ৩০ ফুট জলের তলায় বসবাস করেছেন। তিনি একটি ক্যাপসুলে ছিলেন। তিনি ১০০ দিন জলের তলায় থাকার কথা ভেবেছিলেন। ৭৪ দিন জলের নীচে থেকে বিশ্ব রেকর্ড করলেন। দিতুরি এই বছরের ১ মার্চ জলের নীচে যান। তিনি জলের তলায় যেতে পেরে খুবই আনন্দিত

জলের তলায় আপনাকে থাকতে বললে কতক্ষণ থাকতে পারবেন? দিনের পর দিন ধরে এক ব্যক্তি জলের তলায় থেকেছেন। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। প্রফেসর জোসেফ দিতুরি ৭৪ দিন জলের নীচে ছিলেন। তিনি ফ্লোরিডার প্রায় ৩০ ফুট জলের তলায় বসবাস করেছেন। তিনি একটি ক্যাপসুলে ছিলেন। তিনি ১০০ দিন জলের তলায় থাকার কথা ভেবেছিলেন। ৭৪ দিন জলের নীচে থেকে বিশ্ব রেকর্ড করলেন। দিতুরি এই বছরের ১ মার্চ জলের নীচে যান। তিনি জলের তলায় যেতে পেরে খুবই আনন্দিত। তিনি জলের তলায় আরও ২৩ দিন থাকবেন। তিনি ৭৪ তম দিনে মাইক্রোওয়েভ ডিম খেয়ে ছিলেন। দিতুরি ও তার দল একটি এককোষী জীবের সন্ধান পান। দিতুরি সুস্থ আছেন কি না বিজ্ঞানীরা সব সময় পর্যবেক্ষণ করেছেন।