Saturn New Moon: বৃহস্পতিকে টেক্কা দিল শনি!
এবারও বৈজ্ঞানিকরা নতুন রহস্য খুঁজে পেলেন। বৈজ্ঞানিকরা হদিশ পেল একাধিক নতুন উপগ্রহের। সেই নতুন উপগ্রহের সংখ্যা ৬২টি। সেই ৬২ টি নতুন উপগ্রহগুলি শনি গ্রহে খোঁজ মিলল। শনি গ্রহে উপগ্রহের সংখ্যা বেড়েছে। বর্তমানে শনি গ্রহে উপগ্রহের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৫ টি।সৌরজগতে বৃহস্পতিকে সবচেয়ে বড় গ্রহ বলা হত।
মহাকাশ মানেই কিছু না কিছু রহস্য থাকবে। এবারও বৈজ্ঞানিকরা নতুন রহস্য খুঁজে পেলেন। বৈজ্ঞানিকরা হদিশ পেল একাধিক নতুন উপগ্রহের। সেই নতুন উপগ্রহের সংখ্যা ৬২টি। সেই ৬২ টি নতুন উপগ্রহগুলি শনি গ্রহে খোঁজ মিলল। শনি গ্রহে উপগ্রহের সংখ্যা বেড়েছে। বর্তমানে শনি গ্রহে উপগ্রহের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৫ টি।সৌরজগতে বৃহস্পতিকে সবচেয়ে বড় গ্রহ বলা হত।কিন্তু সেই বৃহস্পতিকে টেক্কা দিয়ে সেই জায়গা শনি দখল করে নিল। বৃহস্পতির মোট উপগ্রহের সংখ্যা ৯২ টি। শিফ্ট অ্যান্ড স্ট্যাক কৌশল ব্যবহার করে শনির উপগ্রহগুলি আবিষ্কার করা হয়েছে। এই একই পদ্ধতিতে ইউরেনাস এবং নেপচুনের উপগ্রহের হদিশ পাওয়া গিয়েছিল। শনির এই নতুন চাঁদ গুলো সংখ্যার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
Published on: May 20, 2023 05:57 PM
Latest Videos