Chandrayaan 3: সুকান্তগড়ে চন্দ্রযান যজ্ঞ
সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সন্ধে ছটা চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান তিনের ল্যাডার বিক্রম। সেই মহেন্দ্রক্ষনের জন্য গোটা দেশবাসী অধীর আগ্রহে দিন গুনছে। গোটা দেশজুড়ে পুজোর আর্চনা করা হচ্ছে। আবার কোথাও করা হচ্ছে যজ্ঞ। চন্দ্রযান তিনের সাফল্য কামনায় দেশবাসী প্রার্থনা করছে।
সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সন্ধে ছটা চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান তিনের ল্যাডার বিক্রম। সেই মহেন্দ্রক্ষনের জন্য গোটা দেশবাসী অধীর আগ্রহে দিন গুনছে। গোটা দেশজুড়ে পুজোর আর্চনা করা হচ্ছে। আবার কোথাও করা হচ্ছে যজ্ঞ। চন্দ্রযান তিনের সাফল্য কামনায় দেশবাসী প্রার্থনা করছে। বুধবার সকালে বিজেপির জেলা কার্যালয়ে চন্দ্রযান তিনের সাফল্য কামনায় করা হল যজ্ঞ৷ যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি পিন্টু সরকার, বিজেপির বালুরঘাট টাউন মন্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত, যুব মোর্চার টাউন সভাপতি বাবুসোনা অধিকারী সহ অন্যান্যরা। এদিন সকাল নটার দিকে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে যজ্ঞের আয়োজন করে জেলা বিজেপি নেতৃত্ব। কামনা একটাই চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে ল্যাডার বিক্রম অবতারণ করা। বিক্রম ল্যাডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলে পরে দৃষ্টান্ত স্থাপন করবে ভারত। কারণ এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোন মহাকাশ গবেষক সংস্থা পৌঁছাতে পারেনি।