FIFA World Cup 2022: স্টেডিয়ামের নাম ৯৭৪! নামের পিছনে রয়েছে কোন রহস্য?
স্টেডিয়াম জুড়ে ব্যবহার করা হয়েছে কন্টেইনার । আছে কন্টেইনার ওয়াশ রুম। প্লেয়ার লাইনআপ টানেলেও আছে কন্টেইনারের মতো অন্দরসজ্জা ।
ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারের যে আটটি স্টেডিয়ামে, সেগুলি অত্যাধুনিক তো বটেই একইসঙ্গে তাৎপর্যপূর্ণ। নামের কারণে বিশ্বকাপ শুরুর আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছে স্টেডিয়াম ৯৭৪। জাহাজের কন্টেইনার দিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। প্রয়োজনে কন্টেইনারগুলো খুলে পুনরায় ব্যবহার করা যাবে। কেন এমন অদ্ভুত নাম স্টেডিয়ামের ? কাতারের আইএসডি কোড ৯৭৪ আর এই স্টেডিয়াম তৈরি করতেও ব্যবহার করা হয়েছে ৯৭৪টি কন্টেইনার। এছাড়াও স্টেডিয়াম তৈরি করতে ব্যবহার করা হয়েছে মডিউলার স্টিল।
স্টেডিয়াম জুড়ে ব্যবহার করা হয়েছে কন্টেইনার । আছে কন্টেইনার ওয়াশ রুম। প্লেয়ার লাইনআপ টানেলেও আছে কন্টেইনারের মতো অন্দরসজ্জা । পৃথিবীর প্রথম সম্পূর্ণ ডিমাউন্টেবল স্টেডিয়াম। অর্থাৎ চাইলেই সম্পূর্ণভাবে খুলে ফেলা যাবে। দোহার ১০ কিলোমিটার পূর্বে রাস আবু আবোউড শহরে অবস্থিত এই স্টেডিয়াম। ২২ নভেম্বর কাতারের প্রযুক্তির এই বিস্ময় আত্মপ্রকাশ করবে মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচে।