FIFA World Cup 2022: বিশ্বকাপের প্রথম ম্যাচ বাড়িতে?
কাতারের ঐতিহ্যশালী 'সাডু' বুনোন আর্ট ফর্মের মোটিফ স্টেডিয়ামের অন্দরসজ্জায়।
কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ ২০ নভেম্বর। কাতার আর ইকুয়েডেরের মধ্যে উদ্বোধনী ম্যাচটি হবে আল বায়াত স্টেডিয়ামে। ‘আল বায়াত’ শব্দের অর্থ আবাস বা বাড়ি। দোহা থেকে ৩৫ কিলোমিটার উত্তরে আল খোর সিটিতে তৈরি হয়েছে এই নয়নাভিরাম স্টেডিয়ামটি। কাতারের যাযাবর জনগোষ্ঠী বায়াত-আল-শারদের তৈরি তাঁবুর অনুকরণে তৈরি এই বিশাল ‘আল বায়াত’ বা বাড়িটি। কাতারের ঐতিহ্যশালী ‘সাডু’ বুনোন আর্ট ফর্মের মোটিফ স্টেডিয়ামের অন্দরসজ্জায়।
এই মাঠে হবে এবারের বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আল খোর সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিশ্বকাপের পর স্টেডিয়ামের কিছু রদবদল হবে। আপার টিয়ারটি বদলে হয়ে যাবে একটি শপিং মল ও পাঁচতারা হোটেল। তৈরি হবে একটি সিনেমা ও বিনোদনের ব্যবস্থাও।
Published on: Nov 13, 2022 05:54 PM
Latest Videos