FIFA World Cup 2022: কাতারে সুরা পানেই কি স্বস্তি?
ম্যাচ চলাকালীনই ইকুয়েডরের সমর্থকরা স্লোগান দেন 'উই ওয়ান্ট বিয়ার'।
কালোর সোনার দেশে পর্ব: ৭
কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) আট স্টেডিয়ামে বিয়ার (Beer) বিক্রি বন্ধ নিয়ে শোরগোল পড়েছে ফুটবল মহলে। এ বার সেই তালিকায় উঠে এসেছে ইকুয়েডরের নাম। বিশ্বকাপের বল গড়িয়েছে কাতারে। প্রথম ম্যাচ ছিল আয়োজক কাতারের সঙ্গে ইকুয়েডরের। কাতারে অ্যালকোহল নিষিদ্ধ করায় ইকুয়েডরের সমর্থকরা অসন্তোষ প্রকাশ করেছে। ঘোষণা ছিল, যে স্টেডিয়ামের ভিতরে অ্যালকোহল বিক্রি করা হবে না। ম্যাচ চলাকালীনই ইকুয়েডরের সমর্থকরা স্লোগান দেন ‘উই ওয়ান্ট বিয়ার’।
টুর্নামেন্ট শুরুর মাত্র ২ দিন আগে স্টেডিয়ামের ভিতরে অ্যালকোহল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কাতার। সম্প্রতি অফিসিয়াল বিয়ার সংস্থার সঙ্গে ৬৩ মিলিয়ন পাউন্ডের স্পন্সরশিপের চুক্তি করেছে ফিফা। ভক্তরা অ্যালকোহল কিনতে সক্ষম হবেন কেবল ফ্যান জোনে। এক পিন্টের দাম ১২ পাউন্ড। একজন কেবল ৪ টি পানীয়ই সর্বাধিক গ্রহণ করতে পারবে। বিপুল সমাবেশের জন্যেই বিয়ার বিক্রি বন্ধ থাকছে স্টেডিয়ামে।