FIFA World Cup 2022: এই বিশ্বকাপের মূল উপকরণই হল ছানা, গুড় আর ছাঁচ
এই বিশ্বকাপের উপকরণ তৈরি ছানা গুড় আর ছাঁচ। অবাক হচ্ছেন? হ্যাঁ এটাই সত্যি। মাঠেও আছে। মিষ্টিতেও আছে বাঙালি।
এই বিশ্বকাপের উপকরণ তৈরি ছানা গুড় আর ছাঁচ। অবাক হচ্ছেন? হ্যাঁ এটাই সত্যি। মাঠেও আছে। মিষ্টিতেও আছে বাঙালি। তাই এই বিশেষ অর্ডার। সাংবাদিকরা যাচ্ছেন কাতারে বিশ্বকাপ (Qatar World Cup 2022) কভারেজে। তাঁদের সম্মানে এই মিষ্টি আয়োজন। আর এই সম্মান দিল আইএফএ। কাতারে চলছে ফুটবলের মহাযুদ্ধ। গোটা বিশ্ব ফুটবল জ্বরে কাবু। চার বছরের অপেক্ষার অবসান। তাতেও মিষ্টির ছোয়া। আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এই বিশ্বকাপের জন্য বিশেষ মিষ্টি (World Cup Sweet) নিয়ে বলেন, “কলকাতার এক প্রসিদ্ধ মিষ্টি প্রতিষ্ঠান তৈরি করেছে এই সুইট ওয়ার্ল্ড কাপ। আপাতত কুড়ি পিস। দু’ধরনের মিষ্টি রয়েছে তার মধ্যে। একটা গুড়ের মিষ্টি। আর একটা সাদা। ছানার মিষ্টি।”
Latest Videos